Posts

Showing posts from May, 2021

২০২১ এর বিধানসভা নির্বাচনে জেলা ভিত্তিক খবর।কোন প্রার্থি কত ভোটে এগিয়ে বা পিছিয়ে দেখে নিন একনজরে। #assemblyelection2021

Image
এবারের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্যে তৃণমূল জিতেছে ২১৩ আসনে। বিজেপি পেয়েছে ৭৭ আসন। সংযুক্ত মোর্চা  ও অন্য একটি করে আসন পেয়েছে। তৃণমূল পেয়েছে ৪৭.৯ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৩৮.১ শতাংশ ভোট।উত্তর ২৪ পরগনায় ৩৩টির মধ্যে ২৮টি গেল তৃণমূলের ঝুলিতে। মাত্র ৫টি জয় বিজেপির। ব্যারাকপুরে জিতলেন রাজ চক্রবর্তী। বিধাননগরে মন্ত্রী সুজিত বসুর কাছে হারলেন সব্যসাচী দত্ত। দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল ঝড়। ৩১টির মধ্যে ৩০টিতেই জয় ঘাস-ফুল শিবিরের। কসবা ও টালিগঞ্জে জিতলেন ২ মন্ত্রী জাভেদ খান এবং অরূপ বিশ্বাস। ভাঙড়ে জয় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির।হাওড়ায় খাতাই খুলতে পারল না বিজেপি। ১৬টি আসনেই জয় তৃণমূলের। ডোমজুড়ে পরাজিত তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়। শ্যামপুরে হারলেন তনুশ্রী চক্রবর্তী। উত্তরপাড়ায় জয়ী কাঞ্চণ মল্লিক। হুগলিতে ১৮টির মধ্যে তৃণমূলের ঝুলিতে গেল ১৫টি আসন। মাত্র ৩টি আসনে জিতেছে বিজেপি। লোকসভায় জিতলেও বিধানসভায় পরাজিত লকেট চট্টোপাধ্যায়। তারকেশ্বরে হার স্বপন দাশগুপ্তের। সিঙ্গুরে বেচারাম মান্নার কাছে হারলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বীরভূমে নিজের গড় ধরে ...

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!

Image
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের মতো বেসামাল অবস্থা তৈরি হয়েছে ওড়িশাতেও। সেই সংক্রমণ শৃঙ্খল ভাঙতে ১৪ দিনের লকডাউন জারি করল ওড়িশা সরকার। ৫ মে থেকে সে রাজ্যে শুরু হবে লকডাউনের কড়াকড়ি। তা চলবে ১৯ মে পর্যন্ত। এই ১৪ দিন স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের চলাফেরায় কোনও বিধিনিষেধ জারি হয়নি। কিন্তু সাধারণ মানুষকে বাড়ি থেকে ৫০০ মিটারের মধ্যে থেকে কিনতে হবে দৈনন্দিন জিনিসপত্র। প্রসঙ্গত, ওড়িশাতে গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্ত হচ্ছিলেন ৭-৮ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪১৩ জন আক্রান্ত হয়েছেন সে রাজ্যে। সেখানে সক্রিয় রোগীর সংখ্যাও ৬১ হাজার ছাড়িয়েছে। সেই পরিস্থিতিতেই নবীন পট্টনায়কের শাসনাধীন রাজ্যে জারি করা হল লকডাউন। লাগামছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই দিল্লিতে লকডাউন চলছে। মহারাষ্ট্রেও আংশিক লকডাউন চলছে। এ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে রাত্রিকালীন কার্ফু জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজ্য প্রশাসন।