২০২১ এর বিধানসভা নির্বাচনে জেলা ভিত্তিক খবর।কোন প্রার্থি কত ভোটে এগিয়ে বা পিছিয়ে দেখে নিন একনজরে। #assemblyelection2021
এবারের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্যে তৃণমূল জিতেছে ২১৩ আসনে। বিজেপি পেয়েছে ৭৭ আসন। সংযুক্ত মোর্চা ও অন্য একটি করে আসন পেয়েছে। তৃণমূল পেয়েছে ৪৭.৯ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৩৮.১ শতাংশ ভোট।উত্তর ২৪ পরগনায় ৩৩টির মধ্যে ২৮টি গেল তৃণমূলের ঝুলিতে। মাত্র ৫টি জয় বিজেপির। ব্যারাকপুরে জিতলেন রাজ চক্রবর্তী। বিধাননগরে মন্ত্রী সুজিত বসুর কাছে হারলেন সব্যসাচী দত্ত। দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল ঝড়। ৩১টির মধ্যে ৩০টিতেই জয় ঘাস-ফুল শিবিরের। কসবা ও টালিগঞ্জে জিতলেন ২ মন্ত্রী জাভেদ খান এবং অরূপ বিশ্বাস। ভাঙড়ে জয় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির।হাওড়ায় খাতাই খুলতে পারল না বিজেপি। ১৬টি আসনেই জয় তৃণমূলের। ডোমজুড়ে পরাজিত তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়। শ্যামপুরে হারলেন তনুশ্রী চক্রবর্তী। উত্তরপাড়ায় জয়ী কাঞ্চণ মল্লিক। হুগলিতে ১৮টির মধ্যে তৃণমূলের ঝুলিতে গেল ১৫টি আসন। মাত্র ৩টি আসনে জিতেছে বিজেপি। লোকসভায় জিতলেও বিধানসভায় পরাজিত লকেট চট্টোপাধ্যায়। তারকেশ্বরে হার স্বপন দাশগুপ্তের। সিঙ্গুরে বেচারাম মান্নার কাছে হারলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বীরভূমে নিজের গড় ধরে ...