Posts

Showing posts from April, 2021

রাজ‍্যে করোনা সংক্রমণের হার দিনকে দিন বেড়েই চলেছে। দৈনিক হারে প্রায় ১০% বৃদ্ধির পরিসংখ্যান লক্ষ্য করা গেছে।

Image
রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে ভেঙে গেল সব রেকর্ড। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। করোনা সংক্রমণ শুরুর সময় থেকে এক দিনে এত জন কখনও আক্রান্ত হননি। ভেঙে গিয়েছে কলকাতার পুরনো রেকর্ডও। নতুন করে শহরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। এর আগে কখনও কলকাতায় সংক্রমণ হাজার ছাড়ায়নি। দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণ রুখতে এখন কড়া হচ্ছে প্রশাসন। পশ্চিমবঙ্গে নির্বাচন চললেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে। তাও প্রতিদিনই সংক্রমণ বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিনে দেখা গিয়েছে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে মোট ৪০ হাজার ৩৭২ জনের। তার মধ্যে ৪ হাজার ৩৯৮ জনের করোনা ধরা পড়েছে। অর্থাৎ ১০ শতাংশের উপরেই রয়েছে করোনা সংক্রমণের হার। উল্লেখ্য, শনিবারও রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজারের উপরে।             স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গিয়েছে, সংক্রমণের হারে কলকাতা রয়েছে সর্বোচ্চ স্থানে। শহরে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ১ হাজার ১০৯-এ। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণ ...

বলিউড তারকা অক্ষয় কুমার বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত একথা তিনি নিজে মুখেই জানিয়েছেন!!

Image
হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত অক্ষয় কুমার গতকালই করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানিয়েছিলেন অক্ষয় কুমার। এবার নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে আপডেট দিলেন তারকা। আক্কি ভক্তদের জন্য খারাপ খবর! কোরনার জেরে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের অন্যতম ফিট এই তারকা। সোমবার সকালে টুইটারে দেওয়ালেই ফের একবার নিজের হাসপাতালে চিকিত্সাধীন থাকবার কথা জানান আক্কি। তিনি লেখেন, ‘সকলকে ধন্যবাদ আপনাদের উষ্ণ শুভেচ্ছা বার্তা ও প্রার্থনার জন্য, মনে হচ্ছে সেগুলো কাজে আসছে। আমি ভালো আছি কিন্তু আগাম সতর্কতা স্বরূপ, চিকিত্সকের পরামর্শ মেনে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। আমি আশা করছি দ্রুত বাড়ি ফিরে যাব’। এর আগে গতকাল টুইট করে অক্ষয় জানিয়েছিলেন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। এবার জানা গেল হাসপাতালে ভর্তি তারকা।  উল্লেখ্য,‘রাম সেতু’ ছবির শ্যুটিং সারছিলেন অক্ষয়। গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা। সমস্ত কোভিড বিধি মেনেই শ্যুটিং চলছিল, তবুও রেহাই পেলেন না অভিনেতা। অক্ষয়ের পাশাপাশি এই ছবির সেটের আরও ৪৫ জন সদস্য করোনা আক্রান্ত হ...