মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জীর বাইপাস সার্জারি হবে।!!
Ramnath Kovind
বাইপাস সার্জারি হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।মঙ্গলবার দিল্লির এইমসে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। রাষ্ট্রপতি ভবন সূত্রে এই কথাই জানানো হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।
এদিন রাষ্ট্রপতি ভবনের তরফে লিখিত বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে রাখা হয়েছে।রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে।
এদিন ট্যুইটও করেন রাষ্ট্রপতি। যারা তাঁর আরোগ্য কামনা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ দিয়েছেন রাষ্ট্রপতি।
এর আগে শুক্রবার রাষ্ট্রপতিকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার সারাদিন চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখার পর দিল্লির এইসমে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির ছেলেকে ফোন করেন ও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
Comments
Post a Comment