করোনার প্রকোপে আবারও মানুষ সংকটের মুখে। ক্রমশ সংক্রমণ বেড়েই চলেছে।।
আমেরিকায় করোনার একাধিক ভেরিয়েন্ট-এর সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। যা রীতিমতো চিন্তায় রেখেছে বিশেষজ্ঞদের।
লাগাতার বাড়ছে করোনা সংক্রমণ। আর তার ফলে জার্মানিতে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন-এর মেয়াদ বাড়ানোর প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সংক্রমণ রোধে ড্রাফ্ট প্রপোজাল তৈরি করেছে জর্মানির সরকার। সেখানে টানা পাঁচ মাস লকডাউন জারি রাখার সিদ্ধান্ত নিতে পারে জার্মানির প্রশাসন। আজ, সোমবার ন্যাশনাল ও রিজিওনাল লিডার্স মিটিং রয়েছে। সেখানেই এপ্রিল পর্যন্ত লকডাউন-এর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল এমনই ইঙ্গিত দিয়েছেন।
এদিকে ভারতেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমনের হার। একদিনে নতুন সংক্রমনের বিচারে ভারত এখন দুই নম্বরে উঠে এসেছে। এই তালিকায় এক নম্বরে রয়েছে ব্রাজিল। সেখানে গত ২৪ ঘন্টায় ৪৭,৭০১ করোনার নতুন সংক্রমণের মামলা সামনে এসেছে। ভারতে গত ২৪ ঘন্টায় ৪৪,৯০০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই তালিকায় তিন নম্বরে রয়েছে আমেরিকা। সেখানে ৩৯ হাজার ৪৯৬ জন গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
Comments
Post a Comment