অভিনেত্রী শ্রাবন্তী খুঁজে নিলেন তার নতুন সঙ্গী।। #srabantihatterjee।

তৃতীয় স্বামী রোশনকে ভুলে নতুন সঙ্গী খুঁজে নিলেন শ্রাবন্তী
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে চলছে গুঞ্জন। তাকে নিয়েই সরগরম পেজ থ্রি-এর পাতা। হ্যাঁ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে। কৃষ্ণ ভিরাজের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদের পর বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিং-এর প্রেমে হাবুডুবু খান শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

এরপর শুরু হয় ভালোলাগা থেকে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব বিয়েতে পরিণতি পায়। পার্ক সার্কাস অঞ্চলের এক পাঞ্জাবি পরিবারের ছেলে রোশন সিং। বিয়ের পর বছর ঘুরতেই ভাঙনের পথে সম্পর্ক।
              এই নিয়ে তৃতীয় বার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিবাহিত জীবনে টানাপোড়েন চলছে। তিনি ও তার স্বামী দু’জনেই স্বীকার করেছেন তারা আর এক ছাঁদের তলায় থাকেন না। সোশ্যাল মিডিয়ায় তাদের মধ্যে লেগেই রয়েছে অলিখিত বিতন্ডা। আর এই সব দেখেই অনুমান করা হচ্ছে ফের ইতি ঘটতে পারে শ্রাবন্তীর বিবাহিত জীবন। তবে শ্রাবন্তী সিঁদুর পরেই তার সঞ্চালনার কাজ চালিয়ে যাচ্ছেন স্টার জলসা চ্যানেলের ‘সুপারস্টার পরিবার সিজন-২’ এ।

এছাড়াও শ্রাবন্তী খুলে ফেলেছেন একটি জিমখানা। তাকে তিনি সন্তানের মতই ভালোবাসেন এমনটাও জানিয়েছেন। সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় একজনের সঙ্গে ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে অনেকের প্রশ্ন জাগছে এই অসময়ে অভিনেত্রীর পাশে কে এসে দাঁড়ালো! বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন “লাভ ইউ”। এই বন্ধুর নাম সঞ্চারী চক্রবর্তী।

Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!