নতুন রুপে নতুন সাজে টলিপাড়ার সেই ছোট্ট অভিনেত্রী সকলের 'রানিমা' আবার ভাইরাল হলেন।!! পরনে হলুদ শাড়ি, কপালে টিপ; কনে সাজে নেটিজেনদের প্রশংসা কুরোচ্ছেন।।। #ditipriya

পরনে হলুদ শাড়ি, কপালে টিপ, কনের সাজে নেটিজেনদের প্রশংসা কুড়োলেন দিতিপ্রিয়া, ভাইরাল ছবি

রানী রাসমণির রাণীমা অর্থাৎ দিতিপ্রিয়াকে দেখা গেলো একদম অন্য লুকে। হালকা হলুদ বর্নের শাড়ী, টিকলি মাথায় পুরোপুরি ব্রাইডাল লুকে তিনি ফটো সেশন করছেন ফাটিয়ে, সম্প্রতি ইনস্টাগ্রামে রিলে তাঁর শ্যুটিং এর এক ঝলক পোস্ট করলেন। নিজের ইনস্টাগ্রামে দেওয়ালেই দিলেন এই ভিডিওটি। তাহলে বোঝাই যাচ্ছে ধারাবাহিকের শুটিং এর পাশাপাশি ফটোশুটও চলে তাঁর এই সমপরিমাণে। সেখানেও নজরকাড়া লুকে ফ্রেমবন্দী হলেন ‘রানীমা’।প্রসঙ্গত ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালের জন্য ঘরে ঘরে এখন দিতিপ্রিয়ার বাস। খুব অল্প বয়সেই সাফল্যতার সিঁড়ি পেরিয়েছে ‘রানী রাসমনী’ ধারাবাহিকের রানীমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়। ছোটবেলা থেকেই নাকি হাতে পায়ে লক্ষ্মী ছিলেন তিনি। নিজের মুখে সেই কথা স্বীকারও করেন নেন। একবার নাকি তাঁর মা বিউটি পার্লার গিয়েছিলেন আই ভ্রু করতে। ফিরে এসে দেখেন, মেয়ে নিজের চোখের পলক কেটে ফেলেছে। এই সবকিছুই জানিয়েছেন অভিনেত্রীর মা। গতবছর মহালয়ার জন্য নিজের ইনস্টা প্রোফাইলে দেবী দুর্গার সাজে সেজে তিনি ছবি দিয়েছিলেন তিনি। এই ছবি তিনি ট্যাগ করেছেন ‘টেলি আকাদেমি অ্যাওয়ার্ড’কে। দেবী দুর্গার সাজে সেজেছিলেন। নাচের অনুষ্টানও করেন তিনি।
ছবি শেয়ার করে তিনি লেখেন, ” কখনও সে শক্তি, আবার কখনও সেই শক্তি… মা আসছে…”।

রানী রাসমনী’ ধারাবাহিকটির দরুণ জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছেন দিতিপ্রিয়া রায়। প্রতিদিন সন্ধে সাড়ে ছটা বাজলেই টেলিভিনের সামনে বসে পড়েন দর্শক। ‘করুণাময়ী রানী রাসমণি’ দেখার জন্য দর্শকদের আগ্রহ যে একেবারে সপ্তমে চড়ে থাকে, শোয়ের টিআরপি থেকেই তা বেশ স্পষ্ট। রানিমা হোক বা মথুর কিংবা ছোট গিন্নি বা গদাই ঠাকুর, রাসমণিতে মজে থাকেন আপামর দর্শক। সম্প্রতি ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর গোয়ায় আয়োজিত ইন্টারন্যাশ্যানাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া বা ইফিতে প্রদর্শিত হল দিতিপ্রিয়া রায় ও অর্জুন চক্রবর্তীর ছবি ‘অভিযাত্রিক’ চলচ্চিত্র। এছাড়া কিছুদিন আগেই আনন্দবাজার ডিজিটালের ‘বছরের বেস্ট’ পুরস্কার পেয়েছেন ‘নিজের বাড়ির মেয়ে’ দিতিপ্রিয়া রায়। গত শুক্রবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড় দিতিপ্রিয়ার হাতে ওই পুরস্কার তুলে দেন।

Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!