আর ৯টি উইকেট হাতে।।।। আর রান করতে হবে ৩৮১ #chennaitest।

ভারত-ইংল‍্যান্ড


এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রানের তাড়া করতে নেমে ৩৩৭ রানেই থামতে হয়েছিল ভারতকে। ভারতের হয়ে  শক্ত হাতে ক্রিজে দাঁড়িয়ে থেকে ইংল্যান্ডের বোলারদের মোকাবিলা করেছেন চেতশ্বর পূজারা (৭৩), ঋষভ পন্থ (৯৩) ও ওয়াশিংটন সুন্দর (৮৫)। চারটি উইকেট নিয়ছেন ডমিনিক বেস। দুটি করে উইকেট পেয়েছেন জোফরা আর্চার ও জেমস  অ্যান্ডারসন।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ভালো রান করেছেন ইংল্যান্ড অধিনায়ক(২১৮), ডোম সিবলি (৮৭) এবং বেন স্টোকস (৮২)। পরের দিকে ইংল্যান্ডের স্কোরবোর্ডে রান যোগ করেন ওলে পোপ (৩৪), জস বাটলার (৩০) এবং ডোম বেস (২৮)। তিনটি করে উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরা ও রবিচন্দ্র অশ্বিন।

Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!