ভিডিও তুলতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিলো ২ যুবক, তাদের মধ্যে ১ জন নিখোঁজ।।
ভিডিও তুলতে বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দুই বন্ধুর, নিখোঁজ এক
তপসিয়া এলাকা থেকে রবিবার সাত-আটজন বন্ধু পিকনিকের উদ্দেশ্যে বেরিয়েছিল। ফেরার পথে দ্বিতীয় হুগলি সেতুর কাছে এসে তাঁদের শখ হয় সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার। এবং সেটার ভিডিও রেকর্ডিং করা হবে। যেমন ভাবনা, তেমন কাজ। তিন বন্ধু রেলিং টপকে সামনে দাঁড়িয়ে পড়েন, পিছনে আরও কয়েকজনকে মোবাইল ক্যামেরা তাক করতেও দেখা যায়। একটি ভিডিওতে দেখা গিয়েছে তাঁদের কার্যকলাপ।এরমধ্যে দুজন সটান গঙ্গায় ঝাঁপ দিয়েছেন দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) থেকে। একজন ভয়ে পিছিয়ে আসেন।
এরপরেই দেখা গেল ঝাঁপ দেওয়া দু’জনের মধ্যে একজন ভেসে রয়েছেন, অন্যজন নিখোঁজ। অপরজন ডুব সাঁতার দিয়েও দ্বিতীয় বন্ধুর কোনও খোঁজ পেলেন না। অনুমান, ওই যুবক গঙ্গায় তলিয়ে গিয়েছে। নিখোঁজ যুবকের নাম জাকির সর্দার (২১), তাঁর বাড়ি তপসিয়া এলাকায়। সোমবার সকাল থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনী গঙ্গায় তল্লাশি চালাচ্ছে ওই যুবকের খোঁজে।
Comments
Post a Comment