প্রোপোজাল মেসেজ আপনার কাজে লাগতেও পারে তারাতারি জেনে নিন।।
প্রোপোজ করার সময়ে প্রত্যাখ্যানের ভয় আমাদের সবার থাকে। কিন্তু সাহস জোগাড় করাটাও জরুরি- তিনি তো রাজিও হয়ে যেতে পারেন!☆☆☆☆
:দিনটা যখন মনের কথা মুখ ফুটে বলার, তখন আর সঙ্কোচ কেন? যাঁকে পছন্দ, তিনি ভালোবাসার প্রস্তাব নাকচ করে দিতে পারেন মুখের উপরে- এই দ্বিধা মনে কাজ করছে কি?
☆ সে করতেই পারে! প্রোপোজ করার সময়ে প্রত্যাখ্যানের ভয় আমাদের সবার থাকে। কিন্তু সাহস জোগাড় করাটাও জরুরি- তিনি তো রাজিও হয়ে যেতে পারেন! ......... তাই দুই দিক বজায় রেখে সাহায্য নেওয়া যাক টেক্সটের! তাতে সামনাসামনি বলার হ্যাপাটাও রইল না, আবার প্রোপোজ করাও হল!
▪ ▪ তাহলে জেনে নিন কয়েকটি টেক্সট টিপস্।।
১. রাত ছিল শীতে মোড়া, দিন ছিল কালো, যে-ই তুমি দেখা দিলে সূর্য ঝলমলালো!
২. প্রথম দেখা থেকেই তোমায় ভালোবেসেছি স্ট্রং, রাজি হলে ভালোবেসে যাব লাইফলং!
৩. হাঁটু মুড়ে বসে তোমায়, বলতে চাইছি মনের কথা, বাড়িয়ে দাও তোমার হাত, নইলে মনের বাড়ছে ব্যথা!
৪. আমি যেন ঢাল, আর তুমি তরবারি, বলছি আজ শপথ করে- তুমিই আমার প্রিয় নারী!
৫. সব পথ এসে, মিলে যাবে শেষে, যেথায় মোদের বাড়ি, বলো ভাব না কি আড়ি?
৬. কত যে সাগর-নদী, পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, লক্ষ্মীটি আমার হও, ভালোবেসে যাব প্রতি বার!
৭. প্রথম দেখায় হৃদয় আমার চিনেছে তেমাকে, কাছে না-ও টেনে, ফেলো না দূরে রেখে!
৮. ভালোবাসার নিটোল দাগে, আমার জীবন পূর্ণ করো, দু'জন মিলে বৃত্ত গড়ি, সঙ্গে থাকো, হাতটি ধরো!
৯. সুখের দিনে পাশে পাবে, থাকব তেমন চাপের দিনে। ভিড়ের মধ্যে চাইছি তোমায়, আমার হও, নাও চিনে!
১০. তোমার হৃদয় ওয়াই-ফাই, আমার হৃদয় একটা রুটার! কানেকশন এসে গেলেই, বাজিয়ে দেবো বিয়ের হুটার!
• ∆ • সব শেষে Happy propose Day লিখে দেবেন কিন্তু।।°
Comments
Post a Comment