ঘন্টার পর ঘন্টা অনলাইন গেমই প্রান কেড়ে নিল দ্বাদশ শ্রেণিতে পাঠরত দর্শনের।।

ঘণ্টার পর ঘণ্টা অনালাইন গেমসে মত্ত কিশোর! মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে অকালেই মৃত্যু

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই কিশোরের নাম দর্শন। সে পুদুচেরির ভিল্লিয়ানুরের কাছে ভন মানাভেলি, আনাই থারসা অঞ্চলের বাসিন্দা।
মুঠোফোনের ঘেরাটোপে বন্দি জীবন, ছন্নছাড়া যুব সমাজ। প্রযুক্তির উন্নতি বিশাল ভাবে প্রভাব ফেলেছে মানুষের উপর। অনলাইন গেমসের নেশায় মত্ত তরুণ সমাজ অজান্তেই ডেকে আনছে বিপদ। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনায় তাজ্জব হয়েছেন সকলে। ১৬ বছরের এক কিশোর ঘণ্টার পর ঘণ্টা অনলাইন গেমস খেলায় মস্তিষ্কে আঘাত পেয়ে মারা গিয়েছে। হ্যাঁ ঠিকই, দীর্ঘ সময় ধরে অনলাইন গেমস খেলায় তার মস্তিষ্কে হ্যামারেজ হয়, আর তাতেই অকালে প্রাণ হারিয়েছে কিশোর।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই কিশোরের নাম দর্শন। সে পুদুচেরির ভিল্লিয়ানুরের কাছে ভন মানাভেলি, আনাই থারসা অঞ্চলের বাসিন্দা। ভিল্লিয়ানুরের কাছেই একটি বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল সে।

রঙ্গনাথন নামে এক পুলিশ আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সোমবার অনলাইন গেম 'ফায়ার ওয়াল' খেলার সময় সন্ধে ৭টার দিকে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তিনি বলেন, "কিশোরের মা-বাবার দেওয়া তথ্য অনুসারে, সে সকালে স্কুলের অনলাইন ক্লাসে অংশ নিয়েছিল। বিকেল ৩টের দিকে, তার স্মার্টফোনে সে অনলাইন গেমটি খেলতে শুরু করেছিল। তারপর সন্ধে ৭টার দিকে হঠাৎই সে মাটিতে শুয়ে পড়ে। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং পরে তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় অন্য বড় একটি হাসাপাতাল জেআইপিএমইআর-এ নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা দর্শনকে বাঁচাতে পারেননি।"

Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!