জোকা- ম্যানেজমেন্টে হঠাৎ অগ্নিসংযোগ। তবে পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্বাভাবিক।
আজ সকাল ৯টা নাগাদ ডায়মন্ড হারবার রোড (D.H Road) এর - জোকা ম্যানেজমেন্টে পাশাপাশি দুটি হোটেলে আগুন লাগতে দেখা যায় তার আগে পাশের ময়লার স্তুপে আগুন লাগে সম্ভবত সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
৯:২০ নাগাদ দমকল কর্মীরা ঐ স্থানে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। জানা যায় যে, ওই স্থানে উপস্থিত কোনো ব্যাক্তি কোনোভাবে আহত হননি।।
Comments
Post a Comment