জোকা- ম‍্যানেজমেন্টে হঠাৎ অগ্নিসংযোগ। তবে পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্বাভাবিক।

 আজ সকাল ৯টা নাগাদ ডায়মন্ড হারবার রোড (D.H Road) এর - জোকা ম‍্যানেজমেন্টে পাশাপাশি  দুটি হোটেলে আগুন লাগতে দেখা যায় তার আগে পাশের ময়লার স্তুপে আগুন লাগে সম্ভবত সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
৯:২০ নাগাদ দমকল কর্মীরা ঐ স্থানে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। জানা যায় যে, ওই স্থানে উপস্থিত কোনো ব‍্যাক্তি কোনোভাবে আহত হননি।।


Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!