আজ রবিবার অমিতাভ বচ্চনের অস্ত্রপচার হবে তিনি নিজেই টুইট করে জানালেন।
অসুস্থ, অস্ত্রপচার হবে, নিজেই জানালেন Amitabh Bachchan
শরীর ভালো নেই। অস্ত্রপচার প্রয়োজন। নিজেই জানিয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে তাঁর ঠিক কী হয়েছে? কী কারণে অস্ত্রপচার? এবিষয়ে নিজের ব্লগে স্পষ্ট করে কিছুই লেখেননি বিগ বি। এমন খবরে দুশ্চিন্তায় অনুরাগীরা। অমিতাভ বচ্চন নিজের ব্লগে শনিবার লিখেছেন, ''মেডিক্যাল কন্ডিশন...সার্জারি... আর কিছুই লিখতে পারছি না''। বিগ বি-র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে তাঁর অস্ত্রপচার হয়ে গিয়েছে, নাকি হবে? সেবিষয়ে স্পষ্ট করে কিছু লেখেননি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে তিনি শনিবারই টুইটে লিখেছেন, ''কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। কিছুটা কেটে বাদ দিলে, খানিকটা স্বস্তি মিলবে। জীবনের এটাই ভবিষ্যৎ। কালই জানা যাবে কী হবে।'' অর্থাৎ টুইট পড়ে ধারনা করা যায়, আজ রবিবার তাঁর অস্ত্রপচার হতে পারে।
Comments
Post a Comment