করিনা কপূর জন্ম দিলেন তার দ্বিতীয় সন্তানের। দাদা হয়ে গেলো তৈমূর।।একরত্তিকে দেখতে ইতিমধ্যে ছড়াল উত্তেজনা!!
দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী করিনা কপূর খান। কোল আলো করে এল সন্তান। দাদা হল তৈমুর আলি খান। একরত্তিকে দেখার জন্য় ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
বৃহস্পতিবার অভিনেত্রীকে দেখতে তাঁর বাড়িতে যান করিনার মা ববিতা কপূর, বোন করিশ্মা কপূর। করিনার বাড়িতে তাঁর মা ববিতা কপূরের যাওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
করিনার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন সেফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান।
করিনার ননদ সোহা আলি খানও তাঁকে দেখতে গিয়েছিলেন।
গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। কিন্তু সেই তারিখ পিছিয়ে যায়। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, যে কোনওদিনই সন্তানের মা হতে পারেন তিনি। রবিবার সকালে কোল আলো করে এল পুত্র সন্তান। দ্বিতীয়বার করিনার পুত্র সন্তান হওয়ার খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর বাবা রণধীর কপূর। তিনি জানিয়েছেন, “এটা সত্যি যে দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিয়েছে করিনা। আমরা সবাই এই খবরে খুব খুশি। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছে করিনা। আমরা সবাই এখন সেখানেই যাচ্ছি।‘’ অভিনেত্রীর বাবার কথা অনুযায়ী, এদিন সকাল ৯টায় পৃথিবীতে এসেছে করিনার দ্বিতীয় সন্তান।
২০২১ সালের ১৬ অক্টোবর বিয়ে হয় সেফ আলি খান এবং করিনা কপূরের। ২০১৬ সালে পুত্র সন্তানের মা হন করিনা। পাপারাৎজির ক্যামেরা সব সময় করিনা সেফের প্রথম সন্তান তৈমুরের দিকে নজর রাখে। এবার দ্বিতীয়বার সন্তানের বাবা মা হলেন তারকা দম্পতি।
Comments
Post a Comment