বিরাট- অনুস্কার সদ্যজাত কন্যা সন্তানের প্রথম ছবি ভাইরাল হলো।
অপেক্ষার অবসান, সদ্যজাত সন্তানের প্রথম ছবি ও নাম প্রকাশ্যে আনলেন বিরাট-অনুষ্কা
শেষমেষ হল দীর্ঘ প্রতীক্ষার অবসান। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের জনপ্রিয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির কন্যা সন্তান হয়েছে কয়েছডিন হল। তবে মেয়ের মুখ তাঁরা প্রকাশ্যে আনেননি।
মাঝে কিছু ফেক ছবি ছড়িয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কার মেয়ের। তবে এখনও তাঁরা মেয়ের মুখ দুনিয়ার সামনে আনেনি বলেই খবর। একরত্তি র জন্মের খবর দিয়েছিলেন বিরাট তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি লেখা পোস্ট করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে। এরপর তাঁর কন্যার নরম পায়ের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
বিরুষ্কা তাঁদের সন্তানের জন্মের আগেই জানিয়েছিলেন যে সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন। তবে সেই ব্রত বোধহয় ভঙ্গ করলেন বিরুষ্কা।
সম্প্রতি অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামী বিরাট কোহলি এবং মেয়েকে সাথে নিয়ে ছবি পোস্ট করলেন। আনুষ্কার কোলে পুচকি মেয়েটি। অনুষ্কা এরই সঙ্গে মেয়ের নামও আনলেন প্রকাশ্যে। ক্যাপশনে লিখেছেন মেয়ের নাম। বিরুষ্কা কন্যা সন্তানের নাম দিয়েছেন ভামিকা। এই ছবি অনুষ্কা পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
Comments
Post a Comment