আজকের পেট্রোল, ডিজেলের দাম কত হল কলকাতা সহ পাশাপাশি শহরগুলিতে জেনে নিন।।

প্রথমবার কলকাতায় ৯০ পার করল পেট্রোল, মুম্বইয়ে ১০০ ছুঁইছুঁই
কলকাতায় এই প্রথমবার পেট্রোলের দাম ৯০ টাকা ছাড়াল। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ২৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩২ পয়সা। 
     এই নিয়ে টানা ৬ দিন কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম বাড়ল। চলতি বছরের ৬ জানুয়ারি থেকে এ দেশে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৯০ টাকা ১ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৮২ টাকা ৬৫ পয়সা। শনিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটারে ৮৯ টাকা ৭৩ পয়সা। ডিজেলের দাম ছিল লিটারে ৮২ টাকা ৩৩ পয়সা। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ে লিটারপ্রতি ২৮ পয়সা। ডিজেলের দাম বাড়ে লিটারপ্রতি ৩৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৮৯ টাকা ৪৪ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৮১ টাকা ৯৬ পয়সা। মুম্বইয়ে ১০০ ছুঁইছুঁই পেট্রোলের দাম। বাণিজ্য নগরীতে আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১৯ পয়সা। আর ডিজেলের দাম লিটারপ্রতি ৮৬ টাকা ২ পয়সা। এই পরিস্থিতিতে কেন্দ্র শুল্ক কমানোর সম্ভাবনা খারিজ করায় প্রশ্ন উঠছে, পেট্রোলের দর কি এবার কি সেঞ্চুরি করবে?
    অন্যদিকে, দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮৮ টাকা ৭৩ পয়সা। রাজধানীতে ডিজেলের দাম লিটারপ্রতি ৭৯ টাকা ৬ পয়সা। 

Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!