খুন নাকি আত্মঘাতী??? ঘটনায় চাঞ্চল্য ছরালো গোটা এলাকায়।।

বাবা, মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হলো জোকায়। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছরিয়েছে।।
বুধ সকালে একই পরিবারের ৩ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিন পশ্চিম শহরতলী জোকা এলাকায়। এদিন সকালে ঠাকুরপুকুর থানার জোকা এলাকার ঠাকুরপাড়া রোডে একটি বাড়ি থেকে ওই ৩জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সম্পর্কে তাঁরা বাবা-মা ও ছেলে। এই ঘটনা আত্মহত্যা নাকি খুন তা নিয়েই এখন ধোঁয়াশা দেখা দেখা দিয়েছে খোদ পুলিশি তদন্তে। ইতিমধ্যেই ওই তিনটি মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জোকার মণ্ডলপাড়া এলাকার ওই বাড়ি থেকে এদিন সকালে স্থানীয়রা কারও সাড়া-শব্দ পাচ্ছিলেন না। প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনও আওয়াজ পাননি। তখনই সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন।

ঠাকুরপুকুর থানার পুলিশ এসে দরজা ভেঙে বাড়িতে ঢোকেন। গোটা বাড়ি তল্লাশি করতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। ছাদের পাশের একটি ঘরের সিলিং থেকে ঝুলছে তিনটি মৃতদেহ। বাবা-মা ও ছেলে। এমন দৃশ্য দেখে হতভম্ব এলাকার বাসিন্দারাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন চন্দ্রবত মণ্ডল(৫০), মায়ারানি মণ্ডল(৪৫) ও তাঁদের ছেলে সুপ্রিম মণ্ডল(২৮)।

তিনজনই একসঙ্গে আত্মঘাতী হয়েছেন নাকি ষড়যন্ত্র করে তাঁদের খুন করা হয়েছে, সেই তদন্তই শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে ওই ৩জনের মোবাইলে থাকা কল রেকর্ডও। শেষবার তাঁরা কাকে ফোন করেছিলেন, কিংবা ফোনে কারও সঙ্গে বচসা হয়েছিল কিনা, সেসবই খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। প্রতিবেশীদের কাছেও জানতে চাওয়া হচ্ছে, সম্প্রতি এই বাড়িতে পরিবারের মধ্যে কিংবা বাইরের কারও সঙ্গে কোনও ঝামেলা হয়েছিল কি না। তবে কারণ যা-ই হোক না কেন, এদিন সকালের এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার লোকেরা। ময়নাতদন্তের পর পুলিশ কী জানায়, সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁরা।

Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!