Posts

Showing posts from February, 2021

আজ রবিবার অমিতাভ বচ্চনের অস্ত্রপচার হবে তিনি নিজেই টুইট করে জানালেন।

Image
অসুস্থ, অস্ত্রপচার হবে, নিজেই জানালেন Amitabh Bachchan শরীর ভালো নেই। অস্ত্রপচার প্রয়োজন। নিজেই জানিয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে তাঁর ঠিক কী হয়েছে? কী কারণে অস্ত্রপচার? এবিষয়ে নিজের ব্লগে স্পষ্ট করে কিছুই লেখেননি বিগ বি। এমন খবরে দুশ্চিন্তায় অনুরাগীরা। অমিতাভ বচ্চন নিজের ব্লগে শনিবার লিখেছেন, ''মেডিক্যাল কন্ডিশন...সার্জারি... আর কিছুই লিখতে পারছি না''। বিগ বি-র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে তাঁর অস্ত্রপচার হয়ে গিয়েছে, নাকি হবে? সেবিষয়ে স্পষ্ট করে কিছু লেখেননি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে তিনি শনিবারই টুইটে লিখেছেন, ''কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। কিছুটা কেটে বাদ দিলে, খানিকটা স্বস্তি মিলবে। জীবনের এটাই ভবিষ্যৎ। কালই জানা যাবে কী হবে।'' অর্থাৎ টুইট পড়ে ধারনা করা যায়, আজ রবিবার তাঁর অস্ত্রপচার হতে পারে। 

বক্সিং বিশ্বে এখন ভারতের জয়জয়কার তুঙ্গে। দীপক কুমার এদিন অলিম্পিক সোনাজয়ী জইরভের বিরুদ্ধে ৪-১ এ জিতলেন।।।

Image
অলিম্পিকে সোনাজয়ীকে হারালেন ভারতীয় Boxer দীপক কুমার, বক্সিং বিশ্বে ভারতের জয়জয়কার Cricket, Football-এর রমরমার দেশে এক ভারতীয় বক্সারের অসাধারণ সাফল্যের খবর এল।  ভারতীয় বক্সার দীপক কুমার (Deepak Kumar) হারালেন অলিম্পিকে সোনাজয়ী এবং বিশ্ব চ্যাম্পিয়নকে। ৫২ কেজি বিভাগে উজবেকিস্তানের বিশ্বচ্যাম্পিয়ন শাকোবিদিন জইরভকে (Shakhobiddin Zoirov) হারিয়ে হইচই ফেলে দিলেন তিনি। স্ট্রান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টের ফাইনালেও উঠলেন দীপক। এই জোইরভ বছর দুয়েক আগে আরেক ভারতীয় বক্সার অমিত পঙ্ঘলকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে হারিয়েছিলেন। সেবার খেতাবও জিতেছিলেন এই উজবেক বক্সার। বলাবাহুল্য, দীপক যে জোইরভের বিরুদ্ধে এই জয় পেতে পারেন, তা অনেকেই আন্দাজ করেননি। তবে ভারতীয় বক্সিং সার্কিটকে চমকে দিয়ে দীপক এমন সাফল্য পেলেন। এর আগে Asian Games-এ রূপো জিতেছিলেন দীপক। জইরভের বিরুদ্ধে এদিন তিনি ৪-১-এ জিতেছেন। চলতি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার (Bulgaria) দারিসলভ ভাসিলেভকে (Darislav Vasilev) হারিয়েছিলেন দীপক। সেই জয়ের গরিমাও কম নয়। ভাসিলভ যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। দীপকের এমন সাফল্যের...

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের প্রতি সদয় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী; কেন??

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার যাবেন শ্রীলঙ্কা সফরে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম শ্রীলঙ্কা সফর। সেখানে যাওয়ার জন্য তাঁর বিশেষ বিমানকে ভারতীয় আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিল ভারত। ২০১৯ সালে যদিও বিদেশ সফরের জন্য নরেন্দ্র মোদীর বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। কিন্তু পাকিস্তানের পথে হাঁটেনি ভারত। আন্তর্জাতিক নিয়ম বজায় রেখে ইমরানের বিমানকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ২০১৯ সালে আমেরিকা এবং সৌদি আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় তাঁর বিমান যাওয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল ইসলামাবাদের কাছে। কিন্তু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে— এই অভিযোগে মোদীর বিমানকে অনুমতি দেয়নি ইমরানের দেশ। বিষয়টি সে সময় আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থায় (সিভিল অ্যাভিয়েশন সোসাইটি) জানিয়েছিল ভারত।সাধারণত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের বিমান যাতায়াতের জন্য আন্তর্জাতিক ওই সংস্থার নিয়ম মেনে অনুমতি দেয় বিভিন্ন দেশ। কিন্তু ২০১৯ সালে তা লঙ্ঘন করেছিল পাকিস্তান। ইমরান শ্রীলঙ্কা সফরে গেলেও তাঁর বক্তৃতার পূর্বঘোষিত কর্মসূচি বা...

করিনা কপূর জন্ম দিলেন তার দ্বিতীয় সন্তানের। দাদা হয়ে গেলো তৈমূর।।একরত্তিকে দেখতে ইতিমধ্যে ছড়াল উত্তেজনা!!

Image
দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী করিনা কপূর খান। কোল আলো করে এল সন্তান। দাদা হল তৈমুর আলি খান। একরত্তিকে দেখার জন্য় ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।  বৃহস্পতিবার অভিনেত্রীকে দেখতে তাঁর বাড়িতে যান করিনার মা ববিতা কপূর, বোন করিশ্মা কপূর। করিনার বাড়িতে তাঁর মা ববিতা কপূরের যাওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  করিনার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন সেফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান।  করিনার ননদ সোহা আলি খানও তাঁকে দেখতে গিয়েছিলেন।  গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। কিন্তু সেই তারিখ পিছিয়ে যায়। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, যে কোনওদিনই সন্তানের মা হতে পারেন তিনি। রবিবার সকালে কোল আলো করে এল পুত্র সন্তান। দ্বিতীয়বার করিনার পুত্র সন্তান হওয়ার খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর বাবা রণধীর কপূর। তিনি জানিয়েছেন, “এটা সত্যি যে দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিয়েছে করিনা। আমরা সবাই এই খবরে খুব খুশি। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছে করিনা। আমরা সবাই এখন সেখানেই যাচ্ছি।‘’ অভিনেত্রীর বাবার কথ...

SBI গ্রাহকদের জন‍্য সুখবর!! এখন থেকে টাকা তোলার জন‍্য লাগবেনা কোনো ডেবিট কার্ড।।

Image
সুখবর, Debit কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলতে পারবেন SBI গ্রাহকরা SBI-এর তরফ থেকে জানানো হয়েছে, নতুন এই পদ্ধতি কার্যকর হওয়ার পর গ্রাহকরা SBI Yono অ্যাপের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন। যে সমস্ত গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করেন তারাই এই সুবিধা পাবেন। আর এই অ্যাপের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের একাধিক সুরক্ষা কবচ পেরোতে হবে। যে কারণে এই পদ্ধতি ডেবিট কার্ড ব্যবহারের তুলনায় অনেকটাই নিরাপদ।ATM থেকে টাকা তোলার জন্য এযাবত আমাদের জানা ছিল বাধ্যতামূলকভাবে প্রয়োজন Debit কার্ড। কিন্তু এবার সেই দিন শেষ হতে চলেছে। অবিশ্বাস্য হলেও এবার থেকে Debit কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলতে পারবেন SBI গ্রাহকরা। এমনটাই জানানো হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে। দেশে এরকম ১৬৫০০টি Yono এটিএম আনছে ব্যাঙ্ক। যেগুলিকে বলা হচ্ছে Yono Cash Point। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে এই সকল পয়েন্ট থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের দুবার ভেরিফিকেশন পর্যায় পেরোনোর পর টাকা তুলতে পারবেন।Yono Cash Point-এর মাধ্যমে টাকা তোলার জন্য গ্রাহককে প্রথমে তার অ্যাপে ৬ অংকের Yono Cash পিন তৈরি করে নিতে হবে। এরপর ব্যাঙ্কের তর...

জমি রেজিস্ট্রির আগে যে বিষয় গুলি সম্পর্কে অবগত থাকা জরুরি!!

Image
জমি রেজিস্ট্রির আগে যে বিষয়গুলো জানা খুব জরুরি জমি রেজিস্ট্রির আগে যে বিষয়গুলো জানা খুব জরুরি – সা’রাজীবনের স’ঞ্চয় দিয়ে অনেক মানুষ শেষ বয়সে এসে এক খন্ড জমি কিনে যাতে মৃ’ত্যুর আগ পর্যন্ত তার মাথা গুজার একটু জায়গা থাকে। কিন্তু জমি কিনেই ঝা’মেলায় প’ড়েছেন অনেকে । কেউ আবার হয়েছেনস’র্বশান্ত। মূলত জমি সংক্রা’ন্ত বিষয়ে স্বল্প জ্ঞান ও অসত’র্কতার কারণেই মানুষ এই ঝা’মেলায় প’ড়ে। তাই জমি কেনার আগে অ’বশ্যই সত’র্ক হতে হবে। চলুন তবে জে’নে নেয়া যাক জমি রে’জিস্ট্রির আগে যে বিষয়গুলো জা’না জ’রুরি- সেগুলো হল ১. অবশ্যই গু’রুত্ব ের স’ঙ্গে খেয়াল রা’খতে হবে জরিপের মাধ্যমে প্রণিত রেকর্ড। খতিয়ান ও নকশা যাচাই করে নিতে হবে। ২. জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও উক্ত দাগে জমির মোট প’রিমাণ দেখে নিতে হবে। ৩. জমি কেনার আগে উ’ক্ত জমির সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড এবং মাঠ প’র্চাগুলো ভালোভাবে দেখে নিতে হবে।  ৪. বি’ক্রেতা যদি জ’মিটির মালিক ক্র’য়সূত্রে হয়ে থাকেন তাহলে তার কেনার দলিল রে’কর্ডের স’ঙ্গে মিল করে যিনি বেচবেন তার মালিকানা সঠিক আছে কিনা তা নি’শ্চিত হতে হবে। ৫. জমির বি’ক্রিকারী উ’ত্তর...

স্বাধীনতার পর এই প্রথম এক মহিলার ফাঁসির রিয় দিল হাই কোর্ট।।

Image
দেশে প্রথমবার এক মহিলার ফাঁসির প্রস্তুতি শুরু, অপরাধ শুনলে কেঁপে উঠবেন আপনিও স্বাধীনতার পর এই প্রথম দেশে এক মহিলার ফাঁসির প্রস্তুতি শুরু হল। মথুরার জেলে সেই মহিলার ফাঁসির জন্য প্রস্তুতি তুঙ্গে। উত্তরপ্রদেশের একমাত্র ফাঁসির ঘরটি রয়েছে মথুরার জেলে। সেখানেই আমরোহার শবনম নামে এক মহিলার ফাঁসি হতে পারে। নির্ভয়ার দোষীদের ফাঁসিতে ঝোলানো পবন জহ্লাদ ইতিমধ্যে দুবার ফাঁসিকাঠের পরীক্ষা করেছেন। Supreme Court-এ ফাঁসির সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়েছে। শবনমের ফাঁসি মকুবের আবেদন গিয়েছিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। অপরাধের নৃশংসতার বিচার করে তিনিও ফাঁসির আদেশ বহাল রেখেছেন। শবনমের ফাঁসি এখন স্রেফ সময়ের অপেক্ষা। মথুরা (Mathura) জেলে মহিলাদের ফাঁসিঘরে শবনমকে ফাঁসি দেওয়া হবে। বহুদিন ধরে অব্যবহৃত সেই ঘর। এমনকী ফাঁসিকাঠের ব্যবহারও এর আগে কখনও হয়নি। তাই জেল কর্তৃপক্ষের চাপ বেড়েছে। ডেথ ওয়ারেন্ট জারি হলেই শবনম নামের সেই মহিলা অপরাধীর ফাঁসি হবে। তার আগে সমস্ত প্রস্তুতি সেরে রাখতে চাইছে জেল কর্তৃপক্ষ। এই ঘর তৈরি হয়েছিল ১৫০ বছর আগে। তবে কোনওদিন সেখানে ফাঁসি হয়নি। শবনমের ফাঁসির দড়ি আনা...

হাওড়া -দিঘা সরাসরি যেতে ট্রেনের ব‍্যাবস্থা চালু হতে চলেছে জেনে নিন টাইম টেবল!!

Image
অবশেষে হাওড়া থেকে দিঘা ট্রেন চালু করছে রেল, যাত্রাপথে থাকছে আরও ৬টি স্টেশন যাত্রীদের তরফে বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে অবশেষে হাওড়া–দিঘা রুটে স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ–পূর্ব রেল। সমুদ্রসৈকত দিঘায় অবসর কাটাতে যাওয়ার জন্য লকডাউন ওঠার পর থেকে বাস তথা সড়কপথই ছিল প্রধান মাধ্যম। হাওড়া–দিঘা ট্রেন চালু না হওয়ায় নিত্যযাত্রীদের মধ্যেও বাড়ছিল ক্ষোভ। সে সবের কথা মাথায় রেখেই অবশেষে হাওড়া–দিঘা এবং পাল্টা দিঘা–হাওড়া রুটে স্পেশ্যাল ট্রেন চালু করল রেল।           কবে থেকে চালু হচ্ছে হাওড়া–দিঘা স্পেশ্যাল?‌ বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে দক্ষিণ–পূর্ব রেল জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি, সোমবার থেকে চালু উভয় প্রান্ত থেকে চালু হতে চলেছে হাওড়া–দিক্ষা স্পেশ্যাল ট্রেন। স্পেশ্যাল ট্রেন বলা হলেও এটি আসলে তাম্রলিপ্ত এক্সপ্রেসের সমসসূচি মেনেই চলবে। অর্থাৎ ০২২৫৭ হাওড়া–দিঘা স্পেশ্যাল সপ্তাহে প্রতিদিন হাওড়া থেকে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে— এই ট্রেনটি দিঘা পৌঁছবে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ। এবং ফিরতি ট্রেন ০২২৫৮ দিঘা–হাওড়া স্পেশ্যাল প্রতিদিন দিঘা থেকে সকাল ১০টা ...

হুগলি সেতুর উপর থেকে ঝাঁপ দেওয়া ২ যুবকের মধ্যে নিখোঁজ ১ জনের দেহ ঊদ্ধার হলো দইঘাটে।।

Image
উদ্ধার হল দ্বিতীয় হুগলি সেতু-কাণ্ডে নিখোঁজ যুবকের দেহ  উদ্ধার হল দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে জলে ঝাঁপ দেওয়া যুবকের দেহ। শনিবার বিকেল চারটের সময়ে সাউথ পোর্ট থানা এলাকার দইঘাট থেকে উদ্ধার হয় দেহটি। গত রবিবার ৭ ফেব্রুয়ারি দুপুরে ঘটেছিল এই ঝাঁপ দেওয়ার ঘটনা। যে ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) নিরাপত্তা নিয়েই উঠে গিয়েছিল প্রশ্ন।সাউথ পোর্ট থানা সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম মহম্মদ জাকির (২১)।শোনা গিয়েছিল, ঘটনার দিন চলছিল 'খতরো কী খিলাড়ি'র ভিডিও রেকর্ডিং। গোটা ঘটনার ভিডিওটি এসেছিল ZEE 24 Ghanta-র হাতে। তাতে দেখা গিয়েছিল, হুগলি সেতুর ধারে রেলিং পার করে দাঁড়িয়ে জনা আটেক যুবক। যাঁদের মধ্যে তিন জন রেলিংয়ের ওপারে। বাকিদের হাতে ক্যামেরা। সেই ক্যামেরা তাক করা আছে তাঁদেরই অসমসাহসী তিন বন্ধুর দিকে। বন্ধুর সাহসিকতার ভিডিও রেকর্ডই করছিলেন তাঁরা। প্রশিক্ষণের অভাবকে বিন্দুমাত্র তোয়াক্কা না করেই সটান জলে ঝাঁপ দেন তাঁরা। পর পর দু'জন। তৃতীয় জন দাঁড়িয়ে যান। ভিডিও শেষে একজনকে ভেসে থাকতে দেখা গিয়েছিল। দ্বিতীয় জন জলে পড়ার পর আর উঠে আসেননি। সেতুতে ...

আজকের পেট্রোল, ডিজেলের দাম কত হল কলকাতা সহ পাশাপাশি শহরগুলিতে জেনে নিন।।

Image
প্রথমবার কলকাতায় ৯০ পার করল পেট্রোল, মুম্বইয়ে ১০০ ছুঁইছুঁই কলকাতায় এই প্রথমবার পেট্রোলের দাম ৯০ টাকা ছাড়াল। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ২৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩২ পয়সা।       এই নিয়ে টানা ৬ দিন কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম বাড়ল। চলতি বছরের ৬ জানুয়ারি থেকে এ দেশে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৯০ টাকা ১ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৮২ টাকা ৬৫ পয়সা। শনিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটারে ৮৯ টাকা ৭৩ পয়সা। ডিজেলের দাম ছিল লিটারে ৮২ টাকা ৩৩ পয়সা। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ে লিটারপ্রতি ২৮ পয়সা। ডিজেলের দাম বাড়ে লিটারপ্রতি ৩৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৮৯ টাকা ৪৪ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৮১ টাকা ৯৬ পয়সা। মুম্বইয়ে ১০০ ছুঁইছুঁই পেট্রোলের দাম। বাণিজ্য নগরীতে আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১৯ পয়সা। আর ডিজেলের দাম লিটারপ্রতি ৮৬ টাকা ২ পয়সা। এই পরিস্থিতিতে কেন্দ্র শুল্ক কমানোর সম্ভাবনা খারিজ করায় প্রশ্ন উঠছে, পেট্রোলের দ...

রাম মন্দির তৈরির জন‍্য তহবিলে ভক্তরা কত টাকা দান পরলো জানুন।। #rammondir

Image
রাম মন্দির তহবিলে জমা পড়ল ১,১৫১ কোটি টাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্ট দেশজুড়ে রামমন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছে। করোনা আবহেই জোরকদমে চলছে রামমন্দির নির্মাণের কাজ। ট্রাস্টের তরফে কোষাধ্যক্ষ গোবিন্দদেব গিরি জানিয়েছেন, জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে আমরা মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহ শুরু করেছি। ফেব্রুয়ারি ২৭ তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। এখনও পর্যন্ত মোট ১,১৫১ কোটি টাকা জমা পড়েছে তহবিলে। তিনি আরও জানিয়েছেন, অযোধ্যায় যে সুবৃহৎ ও জমকালো রামমন্দির তৈরি হচ্ছে, তার জন্য গোটা দেশ থেকে অনুদান আসছে। চাঁদা তোলার জন্য দেশজুড়ে ৪ লক্ষ গ্রাম ও ১১ কোটি পরিবারের কাছে পৌঁছানোই লক্ষ্য আমাদের। তাঁরা মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন গোবিন্দদেব গিরি।  রামমন্দির নির্মাণের জন্য দেশজুড়েই অর্থ সংগ্রহ করছে বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস। ন্যূনতম ১০ টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা চাঁদা উঠছে। পাশাপাশি এখনও অর্থ সংগ্রহের জন্য জোরদার প্রচার করছে আরএসএস। তবে এই মর্মে টাকা তুলে মানুষকে প্রতারণা করারও অভিযোগ উঠছে। সম্প্রতি উত্তরপ্রদেশের পিলিভিটে রামমন্দি...

স্নাতক হলেই আপনিও পেতে পারেন চাকরি।।

Image
      স্নাতক হলেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।  আপনি কি স্নাতক? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ডেটা ম্যানেজার (Data Manager) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি কোচবিহার জেলা নির্বাচনী কমিটি। কন্যাশ্রী প্রকল্পের (Kanyashree Project) জন্য আপাতত ৩ বছরের চুক্তিভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। আবেদনের শর্ত: ১. আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। ২. কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে। ৩. মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের দ্রুততা প্রয়োজন। অভিজ্ঞতা: ১ বছরের একই পদে কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রগণ্য। বেতন: এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ১১ হাজার টাকা বেতন পাবেন। আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের কোচবিহারের জেলাশাসকদের দপ্তরের নতুন ভবনে আবেদনপত্র ড্রপ বক্সে জমা দিতে হবে। অথবা ওই ঠিকানা প...

অভিনেত্রী শ্রাবন্তী খুঁজে নিলেন তার নতুন সঙ্গী।। #srabantihatterjee।

Image
তৃতীয় স্বামী রোশনকে ভুলে নতুন সঙ্গী খুঁজে নিলেন শ্রাবন্তী টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে চলছে গুঞ্জন। তাকে নিয়েই সরগরম পেজ থ্রি-এর পাতা। হ্যাঁ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে। কৃষ্ণ ভিরাজের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদের পর বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিং-এর প্রেমে হাবুডুবু খান শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপর শুরু হয় ভালোলাগা থেকে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব বিয়েতে পরিণতি পায়। পার্ক সার্কাস অঞ্চলের এক পাঞ্জাবি পরিবারের ছেলে রোশন সিং। বিয়ের পর বছর ঘুরতেই ভাঙনের পথে সম্পর্ক।               এই নিয়ে তৃতীয় বার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিবাহিত জীবনে টানাপোড়েন চলছে। তিনি ও তার স্বামী দু’জনেই স্বীকার করেছেন তারা আর এক ছাঁদের তলায় থাকেন না। সোশ্যাল মিডিয়ায় তাদের মধ্যে লেগেই রয়েছে অলিখিত বিতন্ডা। আর এই সব দেখেই অনুমান করা হচ্ছে ফের ইতি ঘটতে পারে শ্রাবন্তীর বিবাহিত জীবন। তবে শ্রাবন্তী সিঁদুর পরেই তার সঞ্চালনার কাজ চালিয়ে যাচ্ছেন স্টার জলসা চ্যানেলের ‘সুপারস্টার পরিবার সিজন-২’ এ। এছাড়াও শ্রাবন্তী খুলে ফেলেছেন একটি জিমখানা। তাকে তিনি...

খুন নাকি আত্মঘাতী??? ঘটনায় চাঞ্চল্য ছরালো গোটা এলাকায়।।

Image
বাবা, মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হলো জোকায়। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছরিয়েছে।। বুধ সকালে একই পরিবারের ৩ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিন পশ্চিম শহরতলী জোকা এলাকায়। এদিন সকালে ঠাকুরপুকুর থানার জোকা এলাকার ঠাকুরপাড়া রোডে একটি বাড়ি থেকে ওই ৩জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সম্পর্কে তাঁরা বাবা-মা ও ছেলে। এই ঘটনা আত্মহত্যা নাকি খুন তা নিয়েই এখন ধোঁয়াশা দেখা দেখা দিয়েছে খোদ পুলিশি তদন্তে। ইতিমধ্যেই ওই তিনটি মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জোকার মণ্ডলপাড়া এলাকার ওই বাড়ি থেকে এদিন সকালে স্থানীয়রা কারও সাড়া-শব্দ পাচ্ছিলেন না। প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনও আওয়াজ পাননি। তখনই সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। ঠাকুরপুকুর থানার পুলিশ এসে দরজা ভেঙে বাড়িতে ঢোকেন। গোটা বাড়ি তল্লাশি করতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। ছাদের পাশের একটি ঘরের সিলিং থেকে ঝুলছে তিনটি মৃতদেহ। বাবা-মা ও ছেলে। এমন দৃশ্য দেখে হতভম্ব এলাকার বাসিন্দারাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন চন্দ্রবত মণ্ডল(৫০), মায়ারানি মণ্ডল(৪৫) ও তাঁদের ছেলে সুপ্রিম...

আর ৯টি উইকেট হাতে।।।। আর রান করতে হবে ৩৮১ #chennaitest।

Image
ভারত-ইংল‍্যান্ড এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রানের তাড়া করতে নেমে ৩৩৭ রানেই থামতে হয়েছিল ভারতকে। ভারতের হয়ে  শক্ত হাতে ক্রিজে দাঁড়িয়ে থেকে ইংল্যান্ডের বোলারদের মোকাবিলা করেছেন চেতশ্বর পূজারা (৭৩), ঋষভ পন্থ (৯৩) ও ওয়াশিংটন সুন্দর (৮৫)। চারটি উইকেট নিয়ছেন ডমিনিক বেস। দুটি করে উইকেট পেয়েছেন জোফরা আর্চার ও জেমস  অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ভালো রান করেছেন ইংল্যান্ড অধিনায়ক(২১৮), ডোম সিবলি (৮৭) এবং বেন স্টোকস (৮২)। পরের দিকে ইংল্যান্ডের স্কোরবোর্ডে রান যোগ করেন ওলে পোপ (৩৪), জস বাটলার (৩০) এবং ডোম বেস (২৮)। তিনটি করে উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরা ও রবিচন্দ্র অশ্বিন।

প্রোপোজাল মেসেজ আপনার কাজে লাগতেও পারে তারাতারি জেনে নিন।।

Image
প্রোপোজ করার সময়ে প্রত্যাখ্যানের ভয় আমাদের সবার থাকে। কিন্তু সাহস জোগাড় করাটাও জরুরি- তিনি তো রাজিও হয়ে যেতে পারেন!☆☆☆☆ :দিনটা যখন মনের কথা মুখ ফুটে বলার, তখন আর সঙ্কোচ কেন? যাঁকে পছন্দ, তিনি ভালোবাসার প্রস্তাব নাকচ করে দিতে পারেন মুখের উপরে- এই দ্বিধা মনে কাজ করছে কি?       ☆ সে করতেই পারে! প্রোপোজ করার সময়ে প্রত্যাখ্যানের ভয় আমাদের সবার থাকে। কিন্তু সাহস জোগাড় করাটাও জরুরি- তিনি তো রাজিও হয়ে যেতে পারেন!   .........    তাই দুই দিক বজায় রেখে সাহায্য নেওয়া যাক টেক্সটের! তাতে সামনাসামনি বলার হ্যাপাটাও রইল না, আবার প্রোপোজ করাও হল!     ▪ ▪ তাহলে জেনে নিন কয়েকটি টেক্সট টিপস্।। ১. রাত ছিল শীতে মোড়া, দিন ছিল কালো, যে-ই তুমি দেখা দিলে সূর্য ঝলমলালো! ২. প্রথম দেখা থেকেই তোমায় ভালোবেসেছি স্ট্রং, রাজি হলে ভালোবেসে যাব লাইফলং! ৩. হাঁটু মুড়ে বসে তোমায়, বলতে চাইছি মনের কথা, বাড়িয়ে দাও তোমার হাত, নইলে মনের বাড়ছে ব্যথা! ৪. আমি যেন ঢাল, আর তুমি তরবারি, বলছি আজ শপথ করে- তুমিই আমার প্রিয় নারী! ৫. সব পথ এসে, মিলে যাবে শেষে, যেথায় মোদের বাড়ি, বলো ভাব...

ভিডিও তুলতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিলো ২ যুবক, তাদের মধ্যে ১ জন নিখোঁজ।।

Image
ভিডিও তুলতে বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দুই বন্ধুর, নিখোঁজ এক তপসিয়া এলাকা থেকে রবিবার সাত-আটজন বন্ধু পিকনিকের উদ্দেশ্যে বেরিয়েছিল। ফেরার পথে দ্বিতীয় হুগলি সেতুর কাছে এসে তাঁদের শখ হয় সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার। এবং সেটার ভিডিও রেকর্ডিং করা হবে। যেমন ভাবনা, তেমন কাজ। তিন বন্ধু রেলিং টপকে সামনে দাঁড়িয়ে পড়েন, পিছনে আরও কয়েকজনকে মোবাইল ক্যামেরা তাক করতেও দেখা যায়। একটি ভিডিওতে দেখা গিয়েছে তাঁদের কার্যকলাপ।এরমধ্যে দুজন সটান গঙ্গায় ঝাঁপ দিয়েছেন দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) থেকে। একজন ভয়ে পিছিয়ে আসেন।  এরপরেই দেখা গেল ঝাঁপ দেওয়া দু’জনের মধ্যে একজন ভেসে রয়েছেন, অন্যজন নিখোঁজ। অপরজন ডুব সাঁতার দিয়েও দ্বিতীয় বন্ধুর কোনও খোঁজ পেলেন না। অনুমান, ওই যুবক গঙ্গায় তলিয়ে গিয়েছে। নিখোঁজ যুবকের নাম জাকির সর্দার (২১), তাঁর বাড়ি তপসিয়া এলাকায়। সোমবার সকাল থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনী গঙ্গায় তল্লাশি চালাচ্ছে ওই যুবকের খোঁজে।

স্ট্রোক হওয়ার আগের মুহূর্তে লক্ষণগুলো জানুন।।

Image
স্ট্রোকের পূর্বাভাস ! স্ট্রোকের লক্ষণ যেভাবে বুঝবেন পৃথিবীতে যত মানুষ স্ট্রোক করে মারা যান তাদের বড় একটা অংশের বিপদ শুরু হয় বাথরুম থেকে। প্রচলিত এই ধারণা ‘কিছুটা ঠিক’ হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে এ বিষয়ে কিছু বলা হয়নি। স্ট্রোক মূলত যেকোনো স্থানে বসেই হতে পারে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ স্ট্রোকের প্রধান কারণ। মানুষ সাধারণত বাথরুমে প্রবেশের মাধ্যমে দিন শুরু করে, অথবা শেষ করে। সকালে গোসল করলে লিম্ফ্যাটিক সিস্টেম উদ্দীপিত হয়। পানির তাপমাত্রাও কিছুটা ভূমিকা রাখতে পারে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, গ্রীষ্মের থেকে শীতকালে বাথরুমে বেশি স্ট্রোক হয়। বাথরুমে স্ট্রোক হওয়ার আরেকটি কারণ পা পিছলে পড়ে যাওয়া। অনেক সময় পড়ে গিয়ে আঘাত পেলে স্ট্রোক হতে পারে। অনেকে বলে থাকেন, মাথায় প্রথমেই পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বেড়ে যায়। সে সময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও। এমন কোনো ব্যাখ্যা ডব্লিউএইচওর গাইড লাইনে নেই। জানুন পূর্বাভাস: সম্প্রতি ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের সহায়তায় অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির বিশেষজ্ঞরা বাজারে এনেছেন স্ট্রোক রিস্কোমিটার। পৃথিব...

কৃষকদের সঙ্গেই সহভোজ করলেন নাড্ডা জী। #Jpnaddainwestbengal

Image
Nadda Bengal Visit: কৃষকদের সঙ্গে সহভোজ নাড্ডার, ধোঁয়া ওঠা খিচুড়ি খেয়ে ধুতিতেই মুছলেন হাত  কৃষকদের সঙ্গে সহভোজ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মাটিতে বসে খেলেন গরম গরম খিচুড়ি। আঙুলের ইশারায় বুঝিয়ে দিলেন, দারুণ হয়েছে খেতে। সঙ্গে খেতে বসলেন দিলীপ ঘোষ ও বিজেপির অন্যান্য নেতারা। আজ নাড্ডার সঙ্গে খেলেন বহু কৃষক। খেয়ে দেয়ে ধুতিতে মুছলেন হাত। মেনুতে ছিল খিচুড়ি, তরকারি ইত্যাদি। তরকারিতে ছিল আলু, কপি,  টমেটো ও অন্যান্য সবজি। রান্না বসানো হয় ভোর বেলা। একসঙ্গে প্রায় চার হাজার জনের মতো রান্না হয়। বিধানসভা ভোটের আগে ফের দু’ দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ইংরেজবাজারে পৌঁছে প্রথমে যান সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচারে। এখানে আম ও শাকসবজি নিয়ে গবেষণা হয়। বিজ্ঞানীদের পাশাপাশি, এখানে আম চাষিদের সঙ্গেও কথা বলেন জে পি নাড্ডা। ইংরেজবাজার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি যান মালদার সাহাপুরে। সেখানে কৃষক-সুরক্ষা সহ ভোজ কর্মসূচি রয়েছে বিজেপির। প্রথমে কৃষকদের আনা সামগ্রীর প্রদর্শনীতে যোগ দেবেন। এরপর মধ্যাহ্নভোজ সারলেন কৃষকদের ...

বিভিন্ন ভঙ্গিতে ছোট্ট ইউভান! পোজ দিতেই ব‍্যাস্ত।। #rajchokraborty। #yuvan।

Image
ক্যামেরার সামনে ইউভান, নিজের মতামত প্রকাশ করল। এত তাড়াতাড়ি বাবা-মায়ের রাস্তা ধরে নিল ইউভান! ক্যামেরার পিছনে বাবা রাজ চক্রবর্তী। সামনে রাজ-পুত্র ইউভান। যেখানে যেমন প্রয়োজন, সে রকম মুখভঙ্গি প্রকাশ করতে ভুলছে না সে। ক্যামেরা দেখে এমন উত্তেজনা! লেন্স দেখে খিলখিলিয়ে উঠল রাজ ও শুভশ্রীর সন্তান। তার দক্ষতা দেখে মনে হচ্ছে হয় সে মা-কে টেক্কা দেবে, নয়তো বাবার পসারে ভাগ বসাবে। এত দিন ইউভানের বিভিন্ন অভিব্যক্তির ছবি পোস্ট করেছেন তাঁর বাবা এবং মা। চোখ কুঁচকে, গাল ফুলিয়ে, রাজপুত্র সেজে— বিভিন্ন বেশে দেখা দিয়েছে ইউভান। এমনকি রাজের দফতরে রাজের চেয়ারে বসেও পোজ দিয়েছে সে। কিন্তু এই প্রথম ইউভানের মতামত পেশ করার ভিডিয়ো প্রকাশ করলেন পরিচালক রাজ চক্রবর্তী। এর আগে কেবল চুপ করে বাবার কথা শোনার ভিডিয়ো দেখেছেন নেটাগরিকেরা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে একা ইউভান। বিভিন্ন অভিব্যক্তি তার মুখে। কখনও সে কৌতূহলী, কখনও আবার ভীষণ খুশি। যেন নতুন উপলব্ধি হয়েছে তার— ‘এই তো ক্যামেরা! এই আমার আসল স্থান!’ খিলখিলিয়ে উঠছে ছোট্ট ইউভান।ভিডিয়োর ক্যাপশনে রাজ লিখলেন, ‘কী উত্তেজনা!’ স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গ...

নীল-তৃনার বিয়েতে আশির্বাদে দিদি ও বাদ পরলেন না।।

Image
নীল-তৃনার বিয়েতে আশির্বাদ করতে গেলেন দিদি।। জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তাঁর বিবাহের আমন্ত্রণপত্র দিয়ে এসেছিলেন তৃণা সাহা। সনির্বন্ধ অনুরোধ করেছিলেন, যাতে বৃহস্পতিবার বিয়ের দিন তাঁর প্রিয় ‘দিদি’ গিয়ে তাঁকে এবং তাঁর স্বামী নীলকে আশীর্বাদ করেন। সূত্র মারফত জানা যাচ্ছে, অভিনেত্রীর জীবনের বিশেষ দিনে তাঁর ইচ্ছেপূরণ করবেন ‘দিদি’। নবদম্পতিকে আশীর্বাদ করতে মমতা তপসিয়ার ‘গ্রিন অর্কিড’-এ যাবেন বলেই দুপুর পর্যন্ত সূত্রের খবর। সেখানেই বসছে নীল ভট্টাচার্য-তৃণা সাহার বিয়ের আসর। ঘটনাচক্রে, নীল ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের হিরো। দিদি তাঁদের আবদার রাখতে পারেন, এই আশায় আপাতত উচ্ছ্বসিত বর-কনে। মমতা নিজের হাজারো ব্যস্ততার মধ্যেও নিজের পছন্দের ধারাবাহিক দেখেন। টেলিপাড়ার সাধারণ অভিনেতা-অভিনেত্রী থেকে তারকাদের নাম এবং তাঁরে অভিনীত চরিত্র সম্পর্কেও তিনি ওয়াকিবহাল। কাজের চাপে নির্দিষ্ট সময়ে টেলিভিশনে ধারাবাহিক না দেখতে পারলেও ওয়েব মঞ্চে মমতা দেখে নেন তাঁর পছন্দের ধারাবাহিক। লকডাউনের মধ্যে গত অগস্ট মাসে শুরু হয়েছিল ধারাবাহিক ‘খড়কুটো’। কোভিড অতিমারির কালো সময় বাংলার এক হাসিখু...

মায়ের কাছে আকুল অনুরোধে ফেটে পরলো এই খুঁদে। সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হলো সেই ভিডিও।।!!!

Image
‘বিয়ে দিয়ে দাও, শ্বশুরবাড়ি যাব’, পড়তে বসে মায়ের কাছে কাঁদতে কাঁদতে আকুল অনুরোধ খুদের #কলকাতা: এ দেশে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ... তাঁদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে । যেমন এই ভিডিওটি । পুঁচকে এক শিশুর মুখের কথা আর তার হাবভাবে এখন মজে রয়েছে সোশ্যাল মিডিয়া । সম্প্রতি ফেসবুকে নতুন একটি ভিডিও পোস্ট হয়েছে, যা দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ছেন নেটিজেনরা । ফলে পোস্ট হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভিউয়ার সংখ্যা লাখ ছাড়িয়ে গিয়েছে । এই মুহূর্তে ভিডিওটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট একটি ছেলেকে পড়তে বসিয়েছেন মা । আর পড়ার নাম শুনেই কেঁদে আকুল হয়ে যাচ্ছে সে । তার চেয়েও...

ঘন্টার পর ঘন্টা অনলাইন গেমই প্রান কেড়ে নিল দ্বাদশ শ্রেণিতে পাঠরত দর্শনের।।

Image
ঘণ্টার পর ঘণ্টা অনালাইন গেমসে মত্ত কিশোর! মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে অকালেই মৃত্যু পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই কিশোরের নাম দর্শন। সে পুদুচেরির ভিল্লিয়ানুরের কাছে ভন মানাভেলি, আনাই থারসা অঞ্চলের বাসিন্দা। মুঠোফোনের ঘেরাটোপে বন্দি জীবন, ছন্নছাড়া যুব সমাজ। প্রযুক্তির উন্নতি বিশাল ভাবে প্রভাব ফেলেছে মানুষের উপর। অনলাইন গেমসের নেশায় মত্ত তরুণ সমাজ অজান্তেই ডেকে আনছে বিপদ। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনায় তাজ্জব হয়েছেন সকলে। ১৬ বছরের এক কিশোর ঘণ্টার পর ঘণ্টা অনলাইন গেমস খেলায় মস্তিষ্কে আঘাত পেয়ে মারা গিয়েছে। হ্যাঁ ঠিকই, দীর্ঘ সময় ধরে অনলাইন গেমস খেলায় তার মস্তিষ্কে হ্যামারেজ হয়, আর তাতেই অকালে প্রাণ হারিয়েছে কিশোর। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই কিশোরের নাম দর্শন। সে পুদুচেরির ভিল্লিয়ানুরের কাছে ভন মানাভেলি, আনাই থারসা অঞ্চলের বাসিন্দা। ভিল্লিয়ানুরের কাছেই একটি বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল সে। রঙ্গনাথন নামে এক পুলিশ আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সোমবার অনলাইন গেম 'ফায়ার ওয়াল' খেলার সময় সন্ধে ৭টার দিকে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তিনি বলেন, ...

দক্ষিনেশ্বর থেকে দক্ষিণের গড়িয়া পর্যন্ত মেট্রো রেল এর পরিকল্পনা কত টাকা ভাড়া হবে জেনে নিন??,??

Image
ফেব্রুয়ারির ৫/৬ এ আসছেন সেফটি কমিশনার, Dakshineswar Metro চালু হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা।। দক্ষিণেশ্বর মেট্রো (Dakshineswar Metro) চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার জন্য আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর মেট্রো পর্যবেক্ষণে আসছেন রেলের সেফটি কমিশনার। সেই পর্যবেক্ষণের পর ছাড়পত্র মিললেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো সার্ভিস। মেট্রো সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরিষেবা চালুর চেষ্টা করা হচ্ছে। পরিষেবা চালু হলে উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে সোজা গড়িয়া পর্যন্ত এক ট্রেনে যাওয়া যাবে। জানা গিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর ভাড়া সম্ভবত হতে চলেছে ৩০ টাকা। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী আধিকারিকদের নিয়ে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া (Dakshineswar Metro) রেলপথ পরিদর্শন করেন। মেট্রোর তৃতীয় লাইনের বিদ্যুৎ থেকে শুরু করে সিগন্যালিং, ট্রেনের সমসসূচি ইন্ডিকেশন বোর্ড, প্ল্যাটফর্ম, স্টেশনের প্রবেশ-প্রস্থানপথ সবই ঘুরে দেখেন তিনি। সেদিন বরাহনগর মেট্রো স্টেশনটি ঘুরে দেখে সন্তুষ্ট হন মেট্রো আধিকারিক...

জোকা- ম‍্যানেজমেন্টে হঠাৎ অগ্নিসংযোগ। তবে পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্বাভাবিক।

Image
 আজ সকাল ৯টা নাগাদ ডায়মন্ড হারবার রোড (D.H Road) এর - জোকা ম‍্যানেজমেন্টে পাশাপাশি  দুটি হোটেলে আগুন লাগতে দেখা যায় তার আগে পাশের ময়লার স্তুপে আগুন লাগে সম্ভবত সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ৯:২০ নাগাদ দমকল কর্মীরা ঐ স্থানে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। জানা যায় যে, ওই স্থানে উপস্থিত কোনো ব‍্যাক্তি কোনোভাবে আহত হননি।।

মাটি ছাড়াই ধনেপাতা চাষ করার পদ্ধতি জেনে নিন,।।

Image
মাটি ছাড়ায় বাড়িতে ১২ মাস চাষ করুন ধনেপাতা, শিখে নিন বিশেষ পদ্ধতি শীতকাল মানেই নানা রকমের সবজি, ফুল, ফল চাষের এক আদর্শ সময়। এরই সাথে নানান রকমারি সব খাবার খাওয়া হয়ে থাকে এই সময়। নানান রকমের সবজি বাজারে সুবিধা হওয়ার ফলে। নুনের মতো বেশ কিছু উপাদান আছে যেগুলোর উপস্থিতিতে খাবার হয়ে ওঠে আরও সুস্বাদু। নুনের অনুপস্থিতিতে বোঝা যায় তার গুণ.. এই যেমন ধরুন ধনেপাতা। যেকোনো সবজির স্বাদ বাড়িয়ে তোলে দ্বিগুণ। কিন্তু দুঃখের বিষয় সারাবছর বাজারে পাওয়া যায়না এই ধনেপাতা। শুধুমাত্র শীতেই পাওয়া যায়। যদি সারাবছরই পাওয়া যেত তাহলে খুব ভালো হতো তাই না? আর চিন্তা নেই এমন এক উপায় আজ আপনাকে বলে দেবো যার মাধ্যমে সারা বছর ধনে পাতা থাকবে আপনার বাড়িতে। এমনকি মাটিও লাগবে না এর চাষ করতে। অবাক হচ্ছেন কিভাবে সম্ভব! রান্নাঘরেই ছোট একটি জায়গার মধ্যে হাইড্রোপনিক মেথডে এই ধনেপাতার চাষ করতে পারবেন বাড়িতেই বারোমাস ধনেপাতা চাষের জন্য নিন একটি বড়ো ছাকনি এবং বড়ো পাত্র। পাত্রটিতে এমন পরিমাণ জল দিন যাতে ছাকনি অবধি আসে জল আবার যেন ছাকনির উপরে জল উঠে না যায় তা খেয়াল রাখবেন। এরপর রাতে গোটা ধনে ভিজিয়...

বিরাট- অনুস্কার সদ‍্যজাত কন‍্যা সন্তানের প্রথম ছবি ভাইরাল হলো।

Image
অপেক্ষার অবসান, সদ্যজাত সন্তানের প্রথম ছবি ও নাম প্রকাশ্যে আনলেন বিরাট-অনুষ্কা শেষমেষ হল দীর্ঘ প্রতীক্ষার অবসান। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের জনপ্রিয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির কন্যা সন্তান হয়েছে কয়েছডিন হল। তবে মেয়ের মুখ তাঁরা প্রকাশ্যে আনেননি। মাঝে কিছু ফেক ছবি ছড়িয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কার মেয়ের। তবে এখনও তাঁরা মেয়ের মুখ দুনিয়ার সামনে আনেনি বলেই খবর। একরত্তি র জন্মের খবর দিয়েছিলেন বিরাট তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি লেখা পোস্ট করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে। এরপর তাঁর কন্যার নরম পায়ের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিরুষ্কা তাঁদের সন্তানের জন্মের আগেই জানিয়েছিলেন যে সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন। তবে সেই ব্রত বোধহয় ভঙ্গ করলেন বিরুষ্কা। সম্প্রতি অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামী বিরাট কোহলি এবং মেয়েকে সাথে নিয়ে ছবি পোস্ট করলেন। আনুষ্কার কোলে পুচকি মেয়েটি। অনুষ্কা এরই সঙ্গে মেয়ের নামও আনলেন প্রকাশ্যে। ক্যাপশনে লিখেছেন মেয়ের নাম। বিরুষ্কা কন্যা সন্তানের নাম দিয়েছেন ভামিকা। এই ছবি ...

২০২১- এর বাজেটে কোন কোন জিনিসের দ্রব‍্যমূল‍্য কমলো বা বাড়লো দেখুন একনজরে।।। #Budget2021

Image
এবারের বাজেটে কিসের দাম বারলো আর কিসের কমলো।। বাজেটে ঠিক কোন কোন জিনিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে আম জনতার নজর থাকে সেই দিকে। পণ্য ও পরিষেবা কর শুরু হওয়ার পর থেকে দাম বৃদ্ধি ও হ্রাসের তালিকা অনেকটাই কমেছে। তবু কর কাঠামোয় কিছু পরিবর্তন, নতুন সেস, আমদানি শুল্কের পরিবর্তন হওয়ার কারণে অনেক কিছুরই দাম পরিবর্তিত হতে চলেছে। এক ঝলকে দেখে নিন কিসের কিসের দাম এ বারের বাজেটে কমল। দাম বেড়েছে: আমদানি করা কম্প্রেসর, রিফ্রেজিটর, কন্ডিশনার (এসি), অ্যালকোহলিক দ্রব্য, র সিল্ক, এলইডি ল্যাম্প, সৌরবিদ্যুতের আলো, মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্কের দাম বাড়বে। আমদানি করা অ্যালকোহলিক দ্রব্যের দাম বাড়বে। মনে করা হচ্ছে, এর আগের বাজেটে ফ্রিজ, ল্যাম্প, চিকিৎসা সামগ্রী, খেলনা, সিগারেট, হেডফোন, ওভেন, মিক্সার গ্রাইন্ডারের দাম বেড়েছিল। আমদানি শুল্কে অত্যধিক বৃদ্ধি দেশে উৎপাদন ক্ষেত্রকে আরও বড় বাজার দিতে পারবে বলেই এই আয়োজন মনে করা হচ্ছে। দাম কমেছে: লোহার রড, ইস্পাত, নাইলন কাপড়, তামার দ্রব্য, বিমা, বিদ্যুৎ, ইস্পাতের জিনিসের দাম কমবে। এ ছাড়া অ্যালয় ও নন অ্যালয় স্টিল দ্রব্যের ক্ষেত্রে৭.৫ শতাংশ আমদানি শুল্ক...

দেশের রাজস্ব আয় বাড়াতে অর্থমন্ত্রীর নতুন পরিকল্পনা ; প্রতিটি মদের দাম এখন বারতে চলেছে।।।

Image
কেন্দ্রীয় বাজেট :▪  বসছে ১০০% সেস, বাড়ছে মদের দাম রাজস্ব থেকে আয় বাড়াতে চেনা পথেই হাঁটল মোদি সরকার। সোমবার কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মদের ওপর সেস বসানোর কথা জানিয়ে দিলেন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, করোনা অতিমারির জেরে ধুঁকতে থাকা দেশের অর্থনীতিকে চাঙা করতে চেনা কৌশলই নিল কেন্দ্রের বিজেপি সরকার। এদিন বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, দেশের রাজস্ব আয় বাড়াতে অ্যালকোহলযুক্ত পানীয়ের উপর ১০০ শতাংশ সেস বসানো হবে। ফলে সমস্ত ধরনের মদের দামই বাড়বে।  প্রসঙ্গত, করোনা অতিমারির জেরে দেশজোড়া লকডাউনে দীর্ঘ কয়েকমাস বন্ধ ছিল মদের দোকান। ফলে দেশের রাজস্ব খাতে বিপুল ক্ষতি হয়েছিল। কিন্তু আনলক পর্বে মদের দোকান খুলতেই ভিড় উপচে পড়েছিল মদের দোকানগুলিতে। ভিড় সামাল দিতে পুলিশকে রাস্তায় নামতে হয়েছিল, বহু জায়গায় লাঠিচার্জও করতে হয়। ফলে সেই ছবিকেই সামনে রেখে মদের ওপর ১০০ শতাংশ সেস বসানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার, এমনটাই অভিমত অর্থনৈতিক মহলের। যদিও লকডাউনের পর মদের দোকান খোলার পর বেশিরভাগ রাজ্যই মদের খুচরো বিক্রির ওপর করের বোঝা চাপিয়েছিল। বিশেষ করে দিল্লি,...

নতুন রুপে নতুন সাজে টলিপাড়ার সেই ছোট্ট অভিনেত্রী সকলের 'রানিমা' আবার ভাইরাল হলেন।!! পরনে হলুদ শাড়ি, কপালে টিপ; কনে সাজে নেটিজেনদের প্রশংসা কুরোচ্ছেন।।। #ditipriya

Image
পরনে হলুদ শাড়ি, কপালে টিপ, কনের সাজে নেটিজেনদের প্রশংসা কুড়োলেন দিতিপ্রিয়া, ভাইরাল ছবি রানী রাসমণির রাণীমা অর্থাৎ দিতিপ্রিয়াকে দেখা গেলো একদম অন্য লুকে। হালকা হলুদ বর্নের শাড়ী, টিকলি মাথায় পুরোপুরি ব্রাইডাল লুকে তিনি ফটো সেশন করছেন ফাটিয়ে, সম্প্রতি ইনস্টাগ্রামে রিলে তাঁর শ্যুটিং এর এক ঝলক পোস্ট করলেন। নিজের ইনস্টাগ্রামে দেওয়ালেই দিলেন এই ভিডিওটি। তাহলে বোঝাই যাচ্ছে ধারাবাহিকের শুটিং এর পাশাপাশি ফটোশুটও চলে তাঁর এই সমপরিমাণে। সেখানেও নজরকাড়া লুকে ফ্রেমবন্দী হলেন ‘রানীমা’।প্রসঙ্গত ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালের জন্য ঘরে ঘরে এখন দিতিপ্রিয়ার বাস। খুব অল্প বয়সেই সাফল্যতার সিঁড়ি পেরিয়েছে ‘রানী রাসমনী’ ধারাবাহিকের রানীমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়। ছোটবেলা থেকেই নাকি হাতে পায়ে লক্ষ্মী ছিলেন তিনি। নিজের মুখে সেই কথা স্বীকারও করেন নেন। একবার নাকি তাঁর মা বিউটি পার্লার গিয়েছিলেন আই ভ্রু করতে। ফিরে এসে দেখেন, মেয়ে নিজের চোখের পলক কেটে ফেলেছে। এই সবকিছুই জানিয়েছেন অভিনেত্রীর মা। গতবছর মহালয়ার জন্য নিজের ইনস্টা প্রোফাইলে দেবী দুর্গার সাজে সেজে তিনি ছবি দিয়েছিলেন তিনি। এই ছবি তিনি ট্...