বিয়ের আগের রাতেই দূর্ঘটনার সম্মুখীন হতে হল বলিউডের এক হিরো বরুন কে।!!! কেমন আছেন তিনি জানতে হলে পেজে যুক্ত থাকুন।।।।

বিয়ের কয়েক ঘন্টা আগে ব্যাচেলার পার্টি করতে গিয়ে দুর্ঘটনার কবলে বরুণ ধাওয়ান 
বিয়ের কয়েক ঘণ্টা আগে দুর্ঘটনার মুখে বরুণ ধাওয়ান । বন্ধুবান্ধবরা বিয়ের আগের রাতে অর্থাৎ গতকাল একটি ব্যাচেলার পার্টির আয়োজন করেছিল। আলিবাগের দ্যা ম্যানসন হাউসে বসছে বরুণ ধাওয়ান-নাতাশা দালালের (Varun-Natasha) বিয়ের আসর। সেখানে থেকেই কয়েক মিনিটের দুরত্বে ছিল ব্যাচেলার পার্টির আয়োজন। গাড়ি নিয়েই যাওয়া আসা করছিল বরুণ ধাওয়ান ও তাঁর বন্ধুরা। রাতেই সেই পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা।  

আলিবাগের পথেই দুর্ঘটনার মুখে পড়েন বরুণ ধাওয়ান। তবে গুরুতর দুর্ঘটনা নয়। হবু বর বরুণ ধাওয়ান।একেবারে সুস্থ রয়েছেন। তাঁর আঘাত লাগেনি। তবে গাড়ির সামান্য ক্ষতি হলেও, তেমন সাংঘাতিক নয় বলে জানিয়েছে স্থানীয় পুলিস। আজ দুপুরেই বিয়ের আসরে পৌঁছবেন বরুণ ধাওয়ান। 
                   সকাল থেকে রয়েছে মেহেন্দি উৎসব ও গায়ে হলুদ অনুষ্ঠান। জানা গিয়েছে, বিয়েতে বিশাল লোকসমাগম নয়। স্বল্প কিছু লোকজনই বিয়েতে আমন্ত্রিত। তবে আমন্ত্রিতরা শর্ত সাপেক্ষে ঢুকতে পারবেন বিয়ের আসরে।

Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

রাজ‍্যে করোনা সংক্রমণের হার দিনকে দিন বেড়েই চলেছে। দৈনিক হারে প্রায় ১০% বৃদ্ধির পরিসংখ্যান লক্ষ্য করা গেছে।