জেনে নিন তথ্যাদি ই-রেশন কার্ড সম্পর্কিত।।
ডিজিটাল রেশন কার্ডের বদলে ব্যাবহৃত হবে এবার ই- রেশন কার্ড।।!!!!!!!!!!!!
উঠে যাচ্ছে ডিজিটাল রেশন কার্ড, রেশন নিতে এবার জারি করা হল ই রেশন কার্ড।
জনস্বার্থে এবার ই-রেশন কার্ড চালুর পথে রাজ্য সরকার। ই-কার্ড চালুর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর। একদিকে ‘ভুয়ো’ গ্রাহক বাদ দেওয়া, অন্যদিকে, জনগণের ঝক্কি এড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এরই সঙ্গে আস্থে আস্থে নতুন ডিজিটাল রেশন কার্ড তৈরি করা বন্ধ হচ্ছে।
ই-রেশন কার্ডের দৌলতে এবার থেকে হাতে রেশন কার্ড না থাকলেও রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। শুধুমাত্র রেজিস্টার্ড নম্বরটি বললেই গ্রাহককে রেশন দিয়ে দিতে পারবেন ডিলার। খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও সরলীকরণের লক্ষ্যেই ই-রেশন কার্ডের ভাবনা প্রশাসনের।
কি ভাবে আবেদন করুন ই রেশন কার্ডের জন্য, প্রথমে আপনাকে খাদ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে ই-রেশন কার্ডের জন্য আবেদন জানিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে।এরপর একটি ওটিপি আসবে আবেদনকারীর মোবাইলে। তার মাধ্যমেই আবেদনকারীর পরিচয় যাচাই হয়ে যাবে। তারপর ওই আবেদনকারী গ্রাহক হিসেবে একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর পাবেন। পিডিএফ ফর্ম্যাটে রেশন কার্ডটিও গ্রাহকের মোবাইল ফোনে পৌঁছে যাবে। সেটি ডাউনলোড ককরতে হবে।
গ্রাহকের রেশনের সামগ্রী নেওয়ার প্রয়োজন হলে মোবাইলে রাখা পিডিএফ ফর্ম্যাটের রেশন কার্ডটি রেশন দোকানে দেখালে পরিষেবা মিলবে। এমনকী, ই-রেশন কার্ড ডাউনলোড করা না হলেও ওই কার্ডের রেজিস্ট্রেশন নম্বরটি রেশন দোকানে বললেও মিলবে পরিষেবা।
Comments
Post a Comment