৩০জানুয়ারী গোটা দেশ শহীদ স্মরণ দিবস উপলক্ষ্যে নীরবতা পালন করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।।

শহীদ স্মরণ দিবস : ৩০ জানুয়ারি সকাল ১১টায় পালন করতে হবে ২ মিনিট নীরবতা, স্বাধীনতা সংগ্রামে শহিদদের স্মরণে স্তব্ধ থাকবে গোটা দেশ
সাইরেন শুনতে পেলেই যে যেখানে থাকুক, সব কাজ ফেলে উঠে দাঁড়িয়ে নীরবতা পালনে অংশ নিতে হবে ২ মিনিটের জন্য বন্ধ থাকবে সব কাজ! স্তব্ধ থাকবে গোটা দেশ!


কারণ, দেশের স্বাধীনতা সংগ্রামে শহিদদের স্মরণে আগামী ৩০ জানুয়ারি ২ মিনিট নীরবতা পালিত হবে গোটা দেশে। এই মর্মে সমস্ত রাজ্যের কাছে পৌঁছেছে নির্দেশিকা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, শহিদ দিবস উপলক্ষ্যে ৩০ জানুয়ারি সকাল ১০টা ৫৯ থেকে ১১টা পর্যন্ত ১ মিনিট ধরে দেশজুড়ে বাজাতে হবে সাইরেন। তারপর ১১টা থেকে পালন করলে হবে ২ মিনিট নীরবতা।

নির্দেশিকায় কেন্দ্র আরও জানিয়েছে, যে সব জায়গায় সাইরেন বাজানোর পরিকাঠামো নেই, সেখানে সংশ্লিষ্ট প্রশাসনকে নীরবতা পালন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।
নীরবতা পালনের পর ১১টা ২ থেকে ১১টা ৩ পর্যন্ত ফের বাজবে সাইরেন!

নীরবতা পালনের পর ১১টা ২ থেকে ১১টা ৩ পর্যন্ত ফের বাজবে  সাইরেন নীরবতা পালনের শেষ মূহুর্তে।
এই নির্দেশিকা নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে, বিজেপি।

Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!