একদিনের মূখ্যমন্ত্রী পদে থাকছেন হরিদ্বারের সৃষ্টি গোস্বামী!!!!!
জাতীয় কন্যাসন্তান দিবস : একদিনের মুখ্যমন্ত্রী পদে সৃষ্টি গোস্বামী
হরিদ্বার : জাতীয় কন্যাসন্তান দিবস উদযাপনে নয়া পদক্ষেপ। একদিনের জন্য মুখ্যমন্ত্রী করা হল উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা সৃষ্টি গোস্বামীকে। রবিবার এই পদে বসানো হল সৃষ্টিকে।।
দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় কন্যা সন্তান দিবস। সেই উপলক্ষ্যকে সামনে রেখেই এমন পদক্ষেপ নিয়েছে উত্তরাখণ্ড সরকার। রবিবার দেরাদুনে শিশু বিধানসভা অধিবেশনেও যোগ দেবেন ১৯ বছরের সৃষ্টি। বিএসসি এগ্রিকালচারের ছাত্রী সৃষ্টি গোস্বামী দৌলতপুরে থাকেন। ওই গ্রামেই একটি ছোট দোকান চালান তাঁর বাবা। তাঁর মা অঙ্গনওয়াড়ি কর্মী।
২০১৮ সালেও একবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সৃষ্টি। উত্তরাখণ্ড বাল বিধানসভার মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন তিনি। ২০১৯ সালে আন্তর্জাতিক স্তরে মেয়েদের নেতৃত্ব দিয়েছিলেন সৃষ্টি। সৃষ্টির বাবা প্রবীণ পুরী সংবাদসংস্থা পিটিআইকে জানান, তাঁর মেয়ে অত্যন্ত বুদ্ধিমতী। এলাকার মেয়েদের পরিস্থিতির উন্নতির জন্য অনেক কাজ করে সৃষ্টি। স্বেচ্ছাসেবী সংস্থা চালায়। মহিলাদের স্বনির্ভর হতে উৎসাহ দেয়।
উত্তরাখন্ডের একদিনেক এই মুখ্যমন্ত্রী রবিবার খতিয়ে দেখবেন রাজ্যের একাধিক প্রকল্পকে। এর মধ্যে থাকছে অটল আয়ুষ্মান প্রকল্প, স্মার্ট সিটি প্রজেক্ট, হোমস্টে স্কিম ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প। সরকারি আধিকারিকরা সৃষ্টিকে প্রতিটি প্রজেক্টের ব্যাপারে বিস্তারিত তথ্য দেবেন।
উত্তরাখণ্ডের একদিনের মুখ্যমন্ত্রী হয়ে বেশ খুশি সৃষ্টি। তিনি জানান, এটা যেন একটা স্বপ্ন। তিনি গর্বিত এই সুযোগ পেয়ে। যুব সম্প্রদায়ের জন্য যদি তিনি কিছু করতে পারেন, তবে সবচেয়ে বেশি খুশি হবেন। সারা জীবন মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি বলে জানান সৃষ্টি।
Comments
Post a Comment