১৪ই জানুয়ারি থেকে সরকারি অনুমতি ছাড়াই হাওড়া শিবপুর স্কুল খুলেছে।।

এ কী! হাওড়ায় খোলা স্কুল, মাস্ক ছাড়াই ছোট শিশুরা বসে স্কুলের বেঞ্চে, তুমুল বিতর্ক

ফেব্রুয়ারি মাস থেকে স্কুল খোলা হবে কি না, সেই নিয়ে চিন্তাভাবনা চালাচ্ছে রাজ্য সরকার। আর এর মধ্যেই ১৪ জানুয়ারি থেকে রীতিমতো ক্লাস শুরু হয়েছে হাওড়া শিবপুরের এই স্কুলে!

স্কুল খোলা হলেও কেন কারও মুখে মাস্ক নেই? এর উত্তরে স্কুলের তরফে জানানো হয় যে, স্কুলে যারা আসছে, অর্থাৎ ছোটদের করোনা হচ্ছে না। এমনই জানানে তাঁরা। এবং বেশি সময় মাস্ক পরে থাকলে নিঃশ্বাসের সমস্যা হতে পারে, দেহে অক্সিজেনের ঘাটতি ঘটবে, তাই এই ব্যবস্থা, সাফাই স্কুল কর্তাদের।
       রাজ্য সরকার এখনও স্কুল খোলা অনুমতি দেয়নি। তার মধ্যেই কোনও রকম কোভিডবিধি ছাড়া হাওড়া শিবপুরের শিশুতীর্থ বিদ্যালয়মণ্ডলী নামে একটি প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে শুরু হল তুমুল বিতর্ক। শুধু স্কুল খোলা নয়, স্কুলের মধ্যে কারও মুখে মাস্কও নেই। এই ছবি দেখেই সকলে হতবাক।

•কেন সরকারি অনুমতি ছাড়াই খোলা হল স্কুল? কর্তৃপক্ষের বক্তব্য ছোটরা বাড়িতে ঠিক মতো পড়াশুনা করতে পারে না। বাড়িতে থেকে তারা বিরক্ত হচ্ছিল। বাড়ছিল দুষ্টুমিও। তাই এই ব্যবস্থা করেছে স্কুল। এমনই জানানো হয়েছে।
                  ছোট ছোট পড়ুয়ারা তো বটেই, শিক্ষিকারাও ঘুরছেন মাস্ক ছাড়া। যদি তাঁরা দায় চাপাচ্ছেন স্কুল কর্তৃপক্ষের ঘারেই। কারণ তাঁরা বলছেন যে, স্কুল বলছে মাস্ক না পরতে, তাই পরছি না।

ফেব্রুয়ারি মাস থেকে স্কুল খোলা হবে কি না, সেই নিয়ে চিন্তাভাবনা চালাচ্ছে রাজ্য সরকার। আর এর মধ্যেই ১৪ জানুয়ারি থেকে রীতিমতো ক্লাস শুরু হয়েছে হাওড়া শিবপুরের এই স্কুলে! তবে কিছুটা চাপের মুখে পড়ে আপাতত স্কুল বন্ধ রাখা হয় কিনা, সেটাই দেখার।

Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!