বরুন-নাতাশার বিয়েতে অনুপস্থিত অমিতাভ পরিবার??? কেন!!!!
বরুণ-নাতাশার বিয়েতে কেন আমন্ত্রণ নয় অমিতাভ বচ্চনকে?
বর্তমানে বলি জগতের আলোচ্য বিষয় অভিনেতা বরুণ ধাওয়ান এবং তাঁর বান্ধবী নতাশা দালালের বিয়ে। বিয়ের আসর বসে আলিবাগে। শুক্রবার তাঁদের গোটা পরিবার আলিবাগে চলে যায়। করোনার জেরে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছিল নিকট আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের। কোভিড বিধি মেনেই দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণেই বলিউডের অনেক সেলিব্রিটি বিয়েতে আমন্ত্রিত ছিলেন না।
জানা গিয়েছে, বরুণ-নাতাশার বিয়েতে মাত্র কয়েকজন অতিথি অংশ নেন। অতিথির তালিকায় ছিলেন ৪০ জন সেলিব্রিটি। তবে অমিতাভ বচ্চনের পরিবারের বা গোবিন্দার পরিবারের কেউ বিয়েতে আমন্ত্রিত ছিলেন না। মনে করা হচ্ছে করোনার কারণেই অতিথি তালিকায় নেই তাঁর। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামীকাল আলিবাগের দ্য ম্যানশন হাউসে রিসেপশন হবে।
Comments
Post a Comment