মাত্র তিনটি ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিন আপনার ক্লিনজার (ফেশ প‍্যাক)!!!!!!!!!!__

আসুন জেনে নেওয়া যাক মাত্র তিনটি ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে ফেস প‍্যাক বানিয়ে ফেলা যায়!!!!

সুন্দর তো আমরা সবাই হতে চাই কিন্তু এই যুগের সাথে তাল মেলাতে আমরা সবাই ব‍্যাস্ত আর সেই কারনে নিজের যত্ন নিতেই ভুলে যাই তাই না?!    
তবে হাতের কাছে থাকা এই উপকরণ গুলি দিয়ে ফেশ প‍্যাক বানান আর নিজের সময় বাঁচান।।
  
উপকরণ :
পরিমান অনুযায়ী বেসন, দুধ,(কাঁচা দুধ)  লেবুর রস।

পদ্ধতি :
একটি পাত্রে মিশিয়ে নিন তিনটি উপকরণ ই পরিমান মতো ।মিশ্রণটি রেডি হয়ে গেলে ৫ মিনিট ফ্রিজে রেখে দিন।
এবার তুলো বা ফেস ব্রাশ দিয়ে সারা মুখে, গলায়, ঘাড়ে প্যাকটি ভালোভাবে লাগান।
প্যাকটি লাগানোর পর পরিষ্কার হাত দিয়ে হালকা ম্যাসাজ করুন ৫ থেকে ৬ মিনিট মত।
ম্যাসাজ করা হয়ে গেলে ২০ মিনিট মত এটি মুখে লাগিয়ে রেখে দিন। ততক্ষণে সিলেক্ট করে নিন কি পরে পার্টিতে যাবেন।
২০ মিনিট পর একটি তুলো নিয়ে তা দুধে চুবিয়ে তা দিয়ে প্যাকটি মুখ থেকে সরান। যেমন আমরা ক্লিঞ্জার দিয়ে মুখ পরিষ্কার করি।
সারা মুখ থেকে বা যেখানে যেখানে প্যাকটি লাগিয়েছেন তা পরিষ্কার করা হয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।

দেখবেন মুখ ধোয়ার পর আলাদা একটা ঝলক বের হচ্ছে মুখ থেকে। মেকআপ করতে ইচ্ছে করবে না।

শুধু কি বাইরে বেরোনোর সময় প্যাকটি ব্যবহার করবেন? 

এতক্ষণ লেখাটি পড়তে পড়তে অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে এটি কি অন্য সময় ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ এটি আপনি চাইলে স্কিন কেয়ার প্যাক হিসেবেও সপ্তাহে দুবার করে ব্যবহার করতে পারেন।
স্কিনের নানা সমস্যা থেকে এই ফেস প্যাকটি আপনার স্কিনকে সুরক্ষিত রাখবে। স্কিনের স্বাভাবিক জেল্লা ধরে রাখার সাথে সাথে আলাদা একটা গ্লো এনে দেবে স্কিনে। মুখের কালচে ভাব নিমেষে দূর করবে।

Comments

Popular posts from this blog

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!