চাইবাসার মনোহরপুর ব্লকের এই ঘটনা: ছেলের হাতেই মা খুন হলেন......
অসুস্থ মা সময় মতো খেতে দিতে না পারায় ছেলের হাতেই খুন হতে হলো তাকে।। মদ্যপান করে বাড়ি ফিরেছিল ছেলে। অসুস্থ মা তাকে সময়ে খাবার দিতে পারেননি। তাই মাকে লাঠি দিয়ে বেধড়ক মেরে খুন করল ৩৫ বছরের যুবক। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটে চাইবাসার মনোহরপুর ব্লকের জোজোগুট্টু গ্রামে। অভিযুক্তের নাম প্রধান সোই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রধান তার মা সুমির সঙ্গেই থাকত। প্রতিদিনই মত্ত অবস্থায় বাড়ি ফিরত সে। সুমির বয়স ৬০। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে মা অসুস্থ হলেও ছেলের অভ্যাস বদলায়নি। শুক্রবার রাতেও তাকে মত্ত অবস্থায় বাড়িতে ঢুকতে দেখেন পড়়শিরা। পরে মারধরের আওয়াজ শুনে তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন মায়ের দেহ উঠোনে পুঁতে ফেলার চেষ্টা করছিল প্রধান। তাকে গ্রেফতার করা হয়। মনোহরপুরের এসডিপিও বিমলেশ ত্রিপাঠী বলেন, ‘‘প্রধান সোই ওরফে পবন সোই মা সুমিকে খুন করে প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়ি ফিরে মায়ের কাছে খাবার চেয়েছিল প্রধান। সুমি খাবার দিতে দেরি করলে প্রচণ্ড রাগে একটি লাঠি দিয়...