Posts

ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন‍্য নতুন ও অত‍্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি স্করপেন গোত্রের ডুবোজাহাজ কে যুক্ত করা হল।।

Image
ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে এ বার হাজির স্করপেন গোত্রের ডুবোজাহাজ আইএনএস ভেলা। বৃহস্পতিবার নৌবাহিনীর নুতন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হল এই ডুবোজাহাজকে। সরকার পরিচালিত মঝগাঁও শিপবিল্ডার্স লিমিটেড এই জাহাজটি তৈরি করেছে। এটি ভারতের স্করপেন গোত্রের চতুর্থ ডুবোজাহাজ। এর আগে ২০১৭-তে আইএনএস কালভারি, ২০১৯-এ আইএনএস খান্ডেরি এবং ২০২১-এ আইএনএস করঞ্জ-কে নৌবাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পঞ্চম ডুবোজাহাজ আইএনএস ভাগির-এর প্রস্তুতি পর্ব চলছে।সমুদ্রের নিজেদের শক্তি বাড়াতে একের পর এক ঘাতক ডুবোজাহাজের অন্তর্ভুক্তিকরণ হচ্ছে নৌবাহিনীতে। বিশেষ করে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে ভাবে একটা টানাপড়েনের আবহ তৈরি হয়েছে এবং চিন তাদের প্রাধান্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে অত্যাধুনিক এবং ঘাতক ডুবোজাহাজ আইএনএস ভেলার নৌবাহিনীতে অন্তর্ভুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।ভেলা নতুন নাম নয়। এর আগেও এই নামে নৌবাহীনীর একটি ডুবোজাহাজ ছিল। ১৯৭৩-২০১০ পর্যন্ত নৌবাহিনীর সদস্য ছিল সেই ডুবোজাহাজ। এ বার সেই নামেই এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত আইএনএস ভেলা-কেই নুতন রূপে হাজির করা হয়েছে...

আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী।।

Image
ত্রিপুরায় দলীয় নেতা-কর্মীদের উপর বারংবার হামলা এবং সন্ত্রাসের অভিযোগে ওই রাজ্যে পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তবে মঙ্গলবার সে আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে রাজ্যে সুষ্ঠু ও অবাধ পুরভোটের জন্য ত্রিপুরা পুলিশকে সুরক্ষা বাড়াতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বিক্রম নাথের দুই সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আগামী ২৫ নভেম্বর, বৃহস্পতিবার নির্ধারিত সূচি মেনেই ত্রিপুরায় পুরভোট হবে। তবে এই নির্বাচনে অতিরিক্ত বাহিনী প্রয়োজন কি না, তা নিয়ে বুধবার সকালের মধ্যে ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের জন্য তৃণমূলকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও পুরভোটের দিন রাজ্যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য ইতিমধ্যেই ত্রিপুরা প্রশাসনকে বলেছে শীর্ষ আদালত। ত্রিপুরায় বিপ্লব দেব প্রশাসন তাদের ভোটপ্রচার-সহ যাবতীয় রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছিল তৃণমূল। এমনকি, তাদের নেতা-কর্মীদের উপর বিজেপি একাধিক বার হামলাও চালিয়েছে বলে দাবি জোড়াফুল শ...

ত্রিপুরায় পথসভার অনুমতি পেলেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।। www.spacnewz.com

Image
        অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদযাত্রার অনুমতি না দিলেও ত্রিপুরায় পথসভার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার সকালে তৃণমূলের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ত্রিপুরা সরকারের দেওয়া একটি প্রশাসনিক চিঠি টুইট করেছেন। তাতে ত্রিপুরা সরকার জানিয়েছে, রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির জন্য পদযাত্রার অনুমতি না দেওয়া হলেও তৃণমূল পথ সভা করতে পারে। চিঠিটি রবিবারের। তাতে এ কথাও বলা বলা হয়েছে যে, পথসভা কোথায় হবে তা জানিয়ে এবং যথাবিধি অনুমতি চেয়ে রবিবার রাতেই অনুমতি নিতে হবে তৃণমূলকে।         সোমবার সকালে ত্রিপুরা রওনা হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলায় তৃণমূলের প্রচার নিয়ে রাজনৈতিক জটিলতার মধ্যেই সোমবার সকালের ত্রিপুরার বিমান ধরেন তিনি। দলের  রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সকালেই জানিয়েছিলেন পদযাত্রার অনুমতি না পেলও অভিষেক ত্রিপুরা যাবেন। সকাল ৯টার সময়েই কলকাতা বিমানবন্দরে পৌছয় অভিষেকের গাড়ি। ত্রিপুরায় তাঁর কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক জানান, তিনি যা বলার ত্রিপুরায় নেমেই বলবেন। আইন শৃঙ্খলার কারণ দ...

২০২১ এর বিধানসভা নির্বাচনে জেলা ভিত্তিক খবর।কোন প্রার্থি কত ভোটে এগিয়ে বা পিছিয়ে দেখে নিন একনজরে। #assemblyelection2021

Image
এবারের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্যে তৃণমূল জিতেছে ২১৩ আসনে। বিজেপি পেয়েছে ৭৭ আসন। সংযুক্ত মোর্চা  ও অন্য একটি করে আসন পেয়েছে। তৃণমূল পেয়েছে ৪৭.৯ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৩৮.১ শতাংশ ভোট।উত্তর ২৪ পরগনায় ৩৩টির মধ্যে ২৮টি গেল তৃণমূলের ঝুলিতে। মাত্র ৫টি জয় বিজেপির। ব্যারাকপুরে জিতলেন রাজ চক্রবর্তী। বিধাননগরে মন্ত্রী সুজিত বসুর কাছে হারলেন সব্যসাচী দত্ত। দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল ঝড়। ৩১টির মধ্যে ৩০টিতেই জয় ঘাস-ফুল শিবিরের। কসবা ও টালিগঞ্জে জিতলেন ২ মন্ত্রী জাভেদ খান এবং অরূপ বিশ্বাস। ভাঙড়ে জয় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির।হাওড়ায় খাতাই খুলতে পারল না বিজেপি। ১৬টি আসনেই জয় তৃণমূলের। ডোমজুড়ে পরাজিত তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়। শ্যামপুরে হারলেন তনুশ্রী চক্রবর্তী। উত্তরপাড়ায় জয়ী কাঞ্চণ মল্লিক। হুগলিতে ১৮টির মধ্যে তৃণমূলের ঝুলিতে গেল ১৫টি আসন। মাত্র ৩টি আসনে জিতেছে বিজেপি। লোকসভায় জিতলেও বিধানসভায় পরাজিত লকেট চট্টোপাধ্যায়। তারকেশ্বরে হার স্বপন দাশগুপ্তের। সিঙ্গুরে বেচারাম মান্নার কাছে হারলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বীরভূমে নিজের গড় ধরে ...

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে এবার ওড়িশাতেও চালু হল ১৪ দিন এর লকডাউন।!!

Image
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের মতো বেসামাল অবস্থা তৈরি হয়েছে ওড়িশাতেও। সেই সংক্রমণ শৃঙ্খল ভাঙতে ১৪ দিনের লকডাউন জারি করল ওড়িশা সরকার। ৫ মে থেকে সে রাজ্যে শুরু হবে লকডাউনের কড়াকড়ি। তা চলবে ১৯ মে পর্যন্ত। এই ১৪ দিন স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের চলাফেরায় কোনও বিধিনিষেধ জারি হয়নি। কিন্তু সাধারণ মানুষকে বাড়ি থেকে ৫০০ মিটারের মধ্যে থেকে কিনতে হবে দৈনন্দিন জিনিসপত্র। প্রসঙ্গত, ওড়িশাতে গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্ত হচ্ছিলেন ৭-৮ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪১৩ জন আক্রান্ত হয়েছেন সে রাজ্যে। সেখানে সক্রিয় রোগীর সংখ্যাও ৬১ হাজার ছাড়িয়েছে। সেই পরিস্থিতিতেই নবীন পট্টনায়কের শাসনাধীন রাজ্যে জারি করা হল লকডাউন। লাগামছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই দিল্লিতে লকডাউন চলছে। মহারাষ্ট্রেও আংশিক লকডাউন চলছে। এ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে রাত্রিকালীন কার্ফু জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজ্য প্রশাসন।

রাজ‍্যে করোনা সংক্রমণের হার দিনকে দিন বেড়েই চলেছে। দৈনিক হারে প্রায় ১০% বৃদ্ধির পরিসংখ্যান লক্ষ্য করা গেছে।

Image
রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে ভেঙে গেল সব রেকর্ড। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। করোনা সংক্রমণ শুরুর সময় থেকে এক দিনে এত জন কখনও আক্রান্ত হননি। ভেঙে গিয়েছে কলকাতার পুরনো রেকর্ডও। নতুন করে শহরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। এর আগে কখনও কলকাতায় সংক্রমণ হাজার ছাড়ায়নি। দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণ রুখতে এখন কড়া হচ্ছে প্রশাসন। পশ্চিমবঙ্গে নির্বাচন চললেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে। তাও প্রতিদিনই সংক্রমণ বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে। স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিনে দেখা গিয়েছে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে মোট ৪০ হাজার ৩৭২ জনের। তার মধ্যে ৪ হাজার ৩৯৮ জনের করোনা ধরা পড়েছে। অর্থাৎ ১০ শতাংশের উপরেই রয়েছে করোনা সংক্রমণের হার। উল্লেখ্য, শনিবারও রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজারের উপরে।             স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গিয়েছে, সংক্রমণের হারে কলকাতা রয়েছে সর্বোচ্চ স্থানে। শহরে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ১ হাজার ১০৯-এ। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণ ...

বলিউড তারকা অক্ষয় কুমার বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত একথা তিনি নিজে মুখেই জানিয়েছেন!!

Image
হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত অক্ষয় কুমার গতকালই করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানিয়েছিলেন অক্ষয় কুমার। এবার নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে আপডেট দিলেন তারকা। আক্কি ভক্তদের জন্য খারাপ খবর! কোরনার জেরে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের অন্যতম ফিট এই তারকা। সোমবার সকালে টুইটারে দেওয়ালেই ফের একবার নিজের হাসপাতালে চিকিত্সাধীন থাকবার কথা জানান আক্কি। তিনি লেখেন, ‘সকলকে ধন্যবাদ আপনাদের উষ্ণ শুভেচ্ছা বার্তা ও প্রার্থনার জন্য, মনে হচ্ছে সেগুলো কাজে আসছে। আমি ভালো আছি কিন্তু আগাম সতর্কতা স্বরূপ, চিকিত্সকের পরামর্শ মেনে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। আমি আশা করছি দ্রুত বাড়ি ফিরে যাব’। এর আগে গতকাল টুইট করে অক্ষয় জানিয়েছিলেন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। এবার জানা গেল হাসপাতালে ভর্তি তারকা।  উল্লেখ্য,‘রাম সেতু’ ছবির শ্যুটিং সারছিলেন অক্ষয়। গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা। সমস্ত কোভিড বিধি মেনেই শ্যুটিং চলছিল, তবুও রেহাই পেলেন না অভিনেতা। অক্ষয়ের পাশাপাশি এই ছবির সেটের আরও ৪৫ জন সদস্য করোনা আক্রান্ত হ...

মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জীর বাইপাস সার্জারি হবে।!!

Image
Ramnath Kovind বাইপাস সার্জারি হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।মঙ্গলবার দিল্লির এইমসে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। রাষ্ট্রপতি ভবন সূত্রে এই কথাই জানানো হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন। এদিন রাষ্ট্রপতি ভবনের তরফে লিখিত বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁর অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে রাখা হয়েছে।রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। এদিন ট্যুইটও করেন রাষ্ট্রপতি। যারা তাঁর আরোগ্য কামনা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ দিয়েছেন রাষ্ট্রপতি।     এর আগে শুক্রবার রাষ্ট্রপতিকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার সারাদিন চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখার পর দিল্লির এইসমে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির ছেলেকে ফোন করেন ও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

পালং শাকের গুনাবলি জেনে নিন

Image
পালং শাকে রয়েছে প্রচুর পটাশিয়াম, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও সহায়ক এই বিশেষ শাক                               পালং শাক   জেনে নিন পালং শাকের গুণাগুণ। পালং শাকে যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে তা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে তা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।পালং শাকে রয়েছে প্রচুর পটাশিয়াম। যার ফলে শরীরে লবণের ভারসাম্য বজায় থাকে পাশাপাশি পালং শাকে থাকা পটাশিয়ামের কারণে রক্তচাপ স্বাভাবিক থাকে ।       পালং শাকে আছে প্রচুর আয়রন ও ভিটামিন সি। যা রক্তাল্পতা দূর করে। প্রচুর পরিমাণে থাকা আয়রন হিমোগ্লোবিন তৈরি করে।

টলিপাড়ার পরিচিত অভিনেত্রী সাম্প্রতিক কালে ক‍্যান্সারের মতো কঠিন অসুস্থতার মধ্যে দিন কাটালেও প্রেমিকের সাফল্য উদযাপনে বেশ আগ্রহের সঙ্গে ফটো আপলোড করলেন।।

Image
২০২০’র মতো ২০২১ পড়তে না পড়তেই নতুন বছরে বিনোদন জগতে একের পর এক খারাপ খবর। করোনাতে বহু তারকা মারা গিয়েছেন। টেলিইন্ড্রাস্টি এর মধ্যে বাদ পড়েনি। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা । সরস্বতী পুজোর আগের দিন শ্যুটিং ফ্লোরে হঠাৎ করে অভিনেত্রীর কাঁধে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। এরপর শ্যুটিং শেষ করে বাড়িতে ফিরে আসেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার দিদি পেশায় চিকিৎসক। দিদির পরামর্শ অনুযায়ী ঐন্দ্রিলা ব্যথার ওষুধ খাওয়া শুরু করলেন। ফল কিছুই পেলেননা বরং সেই ব্যথা ক্রমশ সহ্যের বাইরে চলে যায়। এরপর চিকিৎসার জন্য দিল্লির এক বেসরকারী হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা।এরপর অভিনেত্রী বেশ ভেঙে পড়েন। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে লাইভ করে কাঁদতে কাঁদতে নিজের অসুখের কথা বলেন। দিল্লিতে তাঁর বায়োপসি করে জানা যায়, ঐন্দ্রিলার বাঁদিকের ফুসফুসে টিউমার হয়েছে। এই টিউমারটিও আদপে ক্যান্সার খুব তাড়াতাড়ি হবে ঐন্দ্রিলার অস্ত্রোপচার। সাথে নিতে হবে চারটি কেমো। চিকিৎসকরা বলেছেন, টানা ছয় মাস চিকিৎসার মাধ্যমে থাকলে তাহলে ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠতে পারেন ঐন্দ্রিলা। তবে ঐন্দ্রিলা কতটা চিকিৎ...

করোনার প্রকোপে আবারও মানুষ সংকটের মুখে। ক্রমশ সংক্রমণ বেড়েই চলেছে।।

Image
আমেরিকায় করোনার একাধিক ভেরিয়েন্ট-এর সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। যা রীতিমতো চিন্তায় রেখেছে বিশেষজ্ঞদের।      লাগাতার বাড়ছে করোনা সংক্রমণ। আর তার ফলে জার্মানিতে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন-এর মেয়াদ বাড়ানোর প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সংক্রমণ রোধে ড্রাফ্ট প্রপোজাল তৈরি করেছে জর্মানির সরকার। সেখানে টানা পাঁচ মাস লকডাউন জারি রাখার সিদ্ধান্ত নিতে পারে জার্মানির প্রশাসন। আজ, সোমবার ন্যাশনাল ও রিজিওনাল লিডার্স মিটিং রয়েছে। সেখানেই এপ্রিল পর্যন্ত লকডাউন-এর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল এমনই ইঙ্গিত দিয়েছেন। এদিকে ভারতেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমনের হার। একদিনে নতুন সংক্রমনের বিচারে ভারত এখন দুই নম্বরে উঠে এসেছে। এই তালিকায় এক নম্বরে রয়েছে ব্রাজিল। সেখানে গত ২৪ ঘন্টায় ৪৭,৭০১ করোনার নতুন সংক্রমণের মামলা সামনে এসেছে। ভারতে গত ২৪ ঘন্টায় ৪৪,৯০০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই তালিকায় তিন নম্বরে রয়েছে আমেরিকা। সেখানে ৩৯ হাজার ৪৯৬ জন গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এক মেয়েকে তার ধর্ষনের অভিযোগ উঠলো তার বাবার বিরুদ্ধেই।।

Image
এক বছর ধরে মেয়েকে ধর্ষণ বাবার, গ্রেফতার ভোপালের অভিযুক্ত কিশোরী মেয়েকে এক বছরেরও বেশি সময় ধরে ধর্ষণ করেছেন বাবা। এক বছর অত্যাচারের পর মা এবং মেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে  মধ্যপ্রদেশের ভোপালে। জানা গিয়েছে, নির্যাতিতা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পুলিশে দায়ের করা অভিযোগে ওই নাবালিকা জানিয়েছে, এক বছর আগে যখন তার মা বাড়িতে ছিলেন না, তখন প্রথমবার বাবার হাতে ধর্ষণের শিকার হতে হয় তাকে। সে সময় তার ভাইও বাড়িতে ছিল বলে জানিয়েছে নির্যাতিতা। দিদিমা মারা যাওয়ার পর দাদুর বাড়িতে থাকতে শুরু করে ওই নাবালিকা। গত ২৮ ফেব্রুয়ারি মত্ত অবস্থায় সেখানে উপস্থিত হন অভিযুক্ত। সেখানে ফের ধর্ষণ করেন নিজের মেয়েকে।

আজ রবিবার অমিতাভ বচ্চনের অস্ত্রপচার হবে তিনি নিজেই টুইট করে জানালেন।

Image
অসুস্থ, অস্ত্রপচার হবে, নিজেই জানালেন Amitabh Bachchan শরীর ভালো নেই। অস্ত্রপচার প্রয়োজন। নিজেই জানিয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে তাঁর ঠিক কী হয়েছে? কী কারণে অস্ত্রপচার? এবিষয়ে নিজের ব্লগে স্পষ্ট করে কিছুই লেখেননি বিগ বি। এমন খবরে দুশ্চিন্তায় অনুরাগীরা। অমিতাভ বচ্চন নিজের ব্লগে শনিবার লিখেছেন, ''মেডিক্যাল কন্ডিশন...সার্জারি... আর কিছুই লিখতে পারছি না''। বিগ বি-র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে তাঁর অস্ত্রপচার হয়ে গিয়েছে, নাকি হবে? সেবিষয়ে স্পষ্ট করে কিছু লেখেননি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে তিনি শনিবারই টুইটে লিখেছেন, ''কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। কিছুটা কেটে বাদ দিলে, খানিকটা স্বস্তি মিলবে। জীবনের এটাই ভবিষ্যৎ। কালই জানা যাবে কী হবে।'' অর্থাৎ টুইট পড়ে ধারনা করা যায়, আজ রবিবার তাঁর অস্ত্রপচার হতে পারে। 

বক্সিং বিশ্বে এখন ভারতের জয়জয়কার তুঙ্গে। দীপক কুমার এদিন অলিম্পিক সোনাজয়ী জইরভের বিরুদ্ধে ৪-১ এ জিতলেন।।।

Image
অলিম্পিকে সোনাজয়ীকে হারালেন ভারতীয় Boxer দীপক কুমার, বক্সিং বিশ্বে ভারতের জয়জয়কার Cricket, Football-এর রমরমার দেশে এক ভারতীয় বক্সারের অসাধারণ সাফল্যের খবর এল।  ভারতীয় বক্সার দীপক কুমার (Deepak Kumar) হারালেন অলিম্পিকে সোনাজয়ী এবং বিশ্ব চ্যাম্পিয়নকে। ৫২ কেজি বিভাগে উজবেকিস্তানের বিশ্বচ্যাম্পিয়ন শাকোবিদিন জইরভকে (Shakhobiddin Zoirov) হারিয়ে হইচই ফেলে দিলেন তিনি। স্ট্রান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টের ফাইনালেও উঠলেন দীপক। এই জোইরভ বছর দুয়েক আগে আরেক ভারতীয় বক্সার অমিত পঙ্ঘলকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে হারিয়েছিলেন। সেবার খেতাবও জিতেছিলেন এই উজবেক বক্সার। বলাবাহুল্য, দীপক যে জোইরভের বিরুদ্ধে এই জয় পেতে পারেন, তা অনেকেই আন্দাজ করেননি। তবে ভারতীয় বক্সিং সার্কিটকে চমকে দিয়ে দীপক এমন সাফল্য পেলেন। এর আগে Asian Games-এ রূপো জিতেছিলেন দীপক। জইরভের বিরুদ্ধে এদিন তিনি ৪-১-এ জিতেছেন। চলতি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার (Bulgaria) দারিসলভ ভাসিলেভকে (Darislav Vasilev) হারিয়েছিলেন দীপক। সেই জয়ের গরিমাও কম নয়। ভাসিলভ যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। দীপকের এমন সাফল্যের...

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের প্রতি সদয় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী; কেন??

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার যাবেন শ্রীলঙ্কা সফরে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম শ্রীলঙ্কা সফর। সেখানে যাওয়ার জন্য তাঁর বিশেষ বিমানকে ভারতীয় আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিল ভারত। ২০১৯ সালে যদিও বিদেশ সফরের জন্য নরেন্দ্র মোদীর বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। কিন্তু পাকিস্তানের পথে হাঁটেনি ভারত। আন্তর্জাতিক নিয়ম বজায় রেখে ইমরানের বিমানকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ২০১৯ সালে আমেরিকা এবং সৌদি আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় তাঁর বিমান যাওয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল ইসলামাবাদের কাছে। কিন্তু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে— এই অভিযোগে মোদীর বিমানকে অনুমতি দেয়নি ইমরানের দেশ। বিষয়টি সে সময় আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থায় (সিভিল অ্যাভিয়েশন সোসাইটি) জানিয়েছিল ভারত।সাধারণত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের বিমান যাতায়াতের জন্য আন্তর্জাতিক ওই সংস্থার নিয়ম মেনে অনুমতি দেয় বিভিন্ন দেশ। কিন্তু ২০১৯ সালে তা লঙ্ঘন করেছিল পাকিস্তান। ইমরান শ্রীলঙ্কা সফরে গেলেও তাঁর বক্তৃতার পূর্বঘোষিত কর্মসূচি বা...